সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিষ্ফোরণ

0
179
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট:সোনারগাঁওহোটেলের সামনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছেবেলা পৌনে ২ টায় এইবিষ্ফোরনের ঘটনা ঘটেছেএই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নিউল্লেখ্যসফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোনারগাঁও হোটেলে অবস্থান করছেনতবে ঘটনার সময় তিনি হোটেলে ছিলেন কি না, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি
প্রত্যক্ষদর্শীসুত্রে জানা যায়সোনারগাঁও হোটেলের সামনের  রাস্তায় সার্ক ফোয়ারা মোড়েপৌনে দুইটার দিকে ককটেলটির বিস্ফোরন ঘটে  ঘটনার পর  র‌্যাব-পুলিশ সদস্যরাঘটনাস্থল ঘিরে ফেলে
পুলিশ সুত্র জানিয়েছে, ককটেলটি বাস থেকে ছুঁড়ে মারা হয়েছেভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি গতকাল রোববার তাঁর প্রথম বিদেশ সফরে ঢাকায় আসেনতিনিসোনারগাঁও হোটেলে ওঠার কারনে ভারতের প্রভাবশালী দ্য টাইমস অব ইন্ডিয়া’, ‘দ্য হিন্দু’, ‘এনডিটিভি’, ‘ইন্ডিয়া টুডে’, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’, ‘জিনিউজ’, ‘হিন্দুস্থান টাইমসসহ বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণেউদ্বেগ প্রকাশ করে  ককটেল বিষ্ফোরনের খবর তাত্ক্ষণিকভাবে গুরুত্বের সাথে  প্রকাশ করে

 

৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন