৫০ মিনিটের সফরে শ্বশুর বাড়ি যাচ্ছেন জামাইবাবু

0
134
Print Friendly, PDF & Email

নড়াইল: মঙ্গলবার (৫ মার্চ) ৫০ মিনিটের সফরে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে শ্বশুর বাড়ি আসছেন জামাইবাবু ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

ভারতের প্রথম বাঙালি এই রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

জেলা প্রশাসক মো. জহুরুল হক জানান, বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে হেলিকপ্টারের করে ৫ মার্চ সকাল সাড়ে ১০টা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছাবেন প্রণব দম্পতি।

আনুষ্ঠানিকতা শেষে ১০টা ৩৫ মিনিটে তিনি শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হবেন। ১০ মিনিটের সড়ক পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছাবেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে।

সকাল ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত শ্বশুরালয়ে অবস্থান করবেন ভারতীয় রাষ্ট্রপতি। এসময় প্রণব মুখার্জি ও শুভ্রা মুখোপাধ্যায় কালি মন্দিরে যাবেন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাবেন।

নড়াইলের সন্দেশ বিখ্যাত হওয়ায় রাষ্ট্রপতি সন্দেশ খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও প্রশাসক জানান।

৫০ মিনিটের এই সফর শেষে ১২টা ৫ মিনিটে হেলিকাপ্টার করে তিনি কুষ্টিয়ার উদ্দেশে নড়াইল ত্যাগ করবেন।
 
এদিকে, নড়াইলের জামাই-মেয়ের (প্রণব মুখার্জী ও তার স্ত্রী) সফরকে কেন্দ্র করে এলাকায় চলছে সাজ সাজ রব। শহরের প্রধান সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাজানো হয়েছে। লাল-নীল ফেস্টুন, স্বাগত জানাতে তৈরি করা হয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ তোরণ।
অপরদিকে, প্রথমবারের মতো শ্বশুরালয়ে আসছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। তাই নড়াইলবাসী খুবই আনন্দিত। এরই মধ্যে ভদ্রবিলা গ্রাম সেজেছে নতুনভাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

শুভ্রা মুখার্জির (শুভ্রা মুখোপাধ্যায়) ভাই কানাই লাল ঘোষ বলেন, “ দাদু (প্রণব মুখার্জী) আর আমার বোন বাড়িতে আসছেন বলে আমার মতো নড়াইলবাসীও আনন্দিত। জামাইবাবু যে আমাদের মনে রেখেছেন এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সর্ম্পক আরো গাঢ় হবে”।

নড়াইলের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ জানান, ভারতীয় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলার ১৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে।
 মার্চ ০৪, ২০১৩   

শেয়ার করুন