সিংড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

0
187
Print Friendly, PDF & Email

সিংড়া,নাটোর: বিএনপির ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নাটোরের সিংড়ায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার বেলা ৩টায় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে বাসস্ট্যান্ডে সমাবেশ করে।

 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান মন্টু, সিনিয়র সহ-সভাপতি বজলার রহমান বাচ্চু ও যুগ্ন সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। সমাবেশ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ করা হয়।

 

অপরদিকে বিকেল সাড়ে ৪টায় সিংড়া পৌর বিএনপির যুগ্ন্ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাখার নেতৃতে আরেকটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 

মিছিলকারীরা পৌর সড়ক গুলো ঘুরে এসে বাসস্ট্যান্ডে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন,পৌর বিএনপির যুগ্ন্ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাখা, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান লিটন, যুবদল আহবায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-কাফি, ছাত্রদল নেতা সাইদুর রহমান সাধু ও রফিকুল ইসলাম বুলেট।

 

 

সম্পাদনা,আলীরাজ/ রাফি ০৪/০৩/১৩

 

 

 

 

 

শেয়ার করুন