সবদলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় ভারত

0
201
Print Friendly, PDF & Email

ঢাকা: সবদলের অংশগ্রহণে ভারত আগামী নির্বাচন দেখতে  চায়  বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ার হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার সকাল ১১টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে ৩ দিনের সফরে আসা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।এরশাদ বলেন, “প্রণব মুখার্জি জানিয়েছেন, বাংলাদেশে গণতন্ত্র অব্যাহত থাকুক, এটাই তার আশা।”

তিনি বলেন, “ভারতের রাষ্ট্রপতি আরও জানান, শিগগিরই তিস্তা নদীর পানি বণ্টন চু্ক্তি স্বাক্ষর করতে চায় তার দেশ। এ জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হবে।”

এরশাদ আরও বলেন, “ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট-১৯৭৪ লোকসভায় উত্থাপন করা হবে। এটি পাস হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।”

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের পর জাতীয় কৃষক শ্রমিক লীগের সভাপতি কাদের সিদ্দিকী হোটেল সোনারগাঁওয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন।

সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, “প্রণব মুখার্জি জানিয়েছেন, বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা দেখতে চায় না ভারত।

ভারতের স্বার্থেই বাংলাদেশকে নিরাপদ দেখতে চায় তার দেশ।”

মার্চ ০৪, ২০১৩

শেয়ার করুন