হাতঘড়িই স্মার্টফোন!

0
159
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি: অনেকেই হয়তো আশা করেছিলেন যে স্মার্টফোন যদি হাতে পরা যেত! তাঁদের জন্যসুখবরশিগগিরই হাতঘড়ি ব্যবহার করেই ফোনকল থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজ, ছবি তোলা এমনকি ভিডিওচিত্রও ধারণ করা যাবে
অবশ্য বাজার গবেষকেরা এআশায় আরও রসদ জুগিয়ে বলছেন, চলতি বছর হবে পরিধেয় প্রযুক্তির বছরঅর্থাত্ এবছর হাতঘড়ি ও চশমার মতো প্রযুক্তিপণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বেতারঅর্থএমনতরো আরও বেশ কিছু স্মার্ট পণ্য চলতি বছরেই বাজারে আসবেএ বিষয়েমানুষের আগ্রহের কথা মাথায় রেখে কানাডার ইলেকট্রনিক পণ্য নির্মাতা নেপচুনকম্পিউটার সম্প্রতি এমন একটি হাতঘড়ি তৈরি করছে, যা স্মার্টফোনের মতোইব্যবহার করা যাবেএক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগিজম্যাগ
নেপচুনের তৈরি করা এ হাতঘড়ির নাম হবে পাইননকশা পর্যায়েথাকা এ হাতঘড়িতে মাইক্রো সিমকার্ড ব্যবহার করে ফোন করা যাবেএ ছাড়া এরমাধ্যমে ই-মেইল পাঠানো, সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা, গান শোনা, ভিডিওচিত্র দেখা ও অডিও-ভিডিও ধারণ করা যাবেহাতঘড়িতে থাকবে পাঁচমেগাপিক্সেলের ক্যামেরা, হার্ট রেট মনিটর, এফএম রেডিও, ডিজিটাল কম্পাসনিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি প্রযুক্তির পাইনহাতঘড়ি হবে পানিরোধী
অ্যান্ড্রয়েডনির্ভর ২.৪ ইঞ্চি মনিটরযুক্ত পাইন হাতঘড়িতে ব্লুটুথ, ওয়াইফাই, ভারচুয়াল কোয়ারটি কিবোর্ড থাকবে
নেপচুনকর্তৃপক্ষের ভাষ্য, তাদের তৈরি পাইনহাতঘড়ির পাশাপাশি ক্ষুদ্রস্মার্টফোন হিসেবেও ব্যবহার করা যাবেএ জন্য হাতঘড়ির বেল্ট খুলে রাখতেহবে
চলতি বছরের সেপ্টেম্বর মাস নাগাদ পাইনব্র্যান্ডের হাতঘড়িযুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারেএ পণ্যটির দাম হতে পারে প্রায়৩৫০ মার্কিন ডলার
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, স্মার্টফোনের মতোইসব ধরনের প্রযুক্তি নিয়ে বাজারে আসছে স্মার্ট হাতঘড়িতাই নতুন ক্রেতাদেরভাবতেই হবে স্মার্টফোন, নাকি স্মার্ট ওয়াচ?

 

৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন