ঈশ্বরদী (পাবনা) : হরতালের কারণে ঈশ্বরদী পৌরসভার ৮নং ওয়ার্ডের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবস্তী রায় জানান, ঈশ্বরদী শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয়।
এরপরও রোববার বিকেলে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে এই উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করে আগামী বুধবার ৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়। ৪ মার্চ সোমবার এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে, এরইমধ্যে এ বিষয়ে রোববার সন্ধ্যায় ঈশ্বরদীতে মাইকিং করে নির্বাচনের তারিখ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও।
ঈশ্বরদী পৌরসভার মেয়র মকলেছুর রহমান বাবলু জানান, সম্প্রতি ওই ওয়ার্ডের কাউন্সিলর মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এই উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত পৌর কাউন্সিরর মোশাররফের স্ত্রী শাহনাজ বেগম বেবী, সাবেক পৌর কাউন্সিরর আমিরুল ইসলাম ও সাঈদ হাসান শিমুল।
মার্চ ০৪,২০১৩