ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর পরই জামায়াত-শিবিরের কর্মীরা দেশের ১৯টি জেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এতে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘর্ষে রোববার পর্যন্ত পুলিশ সদস্যসহ মোট ৭৮ জন নিহত এবং সহস্রাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার
বগুড়া: রোববার সকালে জামায়াত শিবিরের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত তিনজন নারী রয়েছেন।
রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হরতাল সমর্থক জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন ৭ জন।
ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মোড়ে রোববার জামায়াত-শিবিরের অতর্কিতে হামলায় ওমর ফারুক (৩৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ১০ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।
জয়পুরহাট: জয়পুরহাটে রাস্তা অবরোধ করে হরতালের পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষে ৬ জন নিহত ও ২১ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সাতক্ষীরা: সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় জামায়াত-শিবির ও বিজিবির সংঘর্ষে মাহবুবুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন বিজিবি সদস্যসহ ৬ জন আহত হয়েছেন এবং সোমবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুরে জামায়াত-শিবিরের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে উপজেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজারে পিকেটিংকালে নিহত হয়েছেন আব্দুর রাজ্জাক (৩২) নামে এক শিবির নেতা।
তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি।
শনিবার
নীলফামারী: নীলফামারীতে জামায়াত-শিবির ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সংঘর্ষে আতিকুল ইসলাম (১৮) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। এ সময় ৫০ জন আহত হন।
এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।
চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন শিবির কর্মী নিহত হন।
শুক্রবার
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত ও আওয়ামী লীগের সংঘর্ষে নুরুন্নবী নামে এক রিকশাচালক নিহত হন।
এছাড়াও সুন্দরগঞ্জে বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরের হামলায় সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য তোজাম্মেল হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকাল ১১টার দিকে শাহবাজপুর এলাকায় জামায়াত-শিবির ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রহিম নামে জামায়াতের এক সমর্থক নিহত হন।
নোয়াখালী: বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নূর উদ্দিন(২২)মারা গেছেন।
বৃহস্পতিবার
গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। অন্যদিকে, শিবিরের ৩ কর্মীও নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশ ও র্যাবের সঙ্গে জামায়াত-শিবিরের দফায় দফায় সংঘর্ষে দুই শিবির কর্মী নিহত ও এক সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন এবং সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ব দেলুয়া বাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন। আহত হয়েছেন বিজিবি ও পুলিশের ৭ সদস্য।
রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ পুলিশসহ আহত হয়েছেন শতাধিক। পুলিশ ৩ জন নিহতের কথা স্বীকার করেছে।
সাতক্ষীরা: সাতক্ষীরা জেলায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন, যাদের ২ জন ছাত্রলীগ ও ৫ জন জামায়াত-শিবির কর্মী রয়েছেন। এ সময় আহত হয়েছেন ৫ পুলিশসহ কমপক্ষে ২৫ জন।
কক্সবাজার: সাঈদীর ফাঁসির রায়ের পর কক্সবাজারের জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
এ সময় ১৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন। ঘটনার সময় ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
চট্টগ্রাম: পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষে সাতকানিয়ায় একজন পুলিশসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও ১৫ জন। নগরী ও সাতকানিয়া থেকে আটক হয়েছেন অর্ধশত নেতাকর্মী।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বড়লেখায় জামায়াত-পুলিশ সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জামায়াত কর্মী ও অন্যজন শ্রমিক বলে জানা গেছে।
রাজশাহী: রাজশাহীতে গুরুতর আহত আমিরুল নামে এক শিবির কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মিরপুর, ঢাকা: রাজধানীর মিরপুর সেকশন-১ এ শিবিরের ককটেল বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন বৃদ্ধ মোসলেম উদ্দীন (৭০)।
বগুড়া: বগুড়া জেলা সদরের নিশ্চিন্তপুর, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) ও সাবগ্রামসহ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও ৬ পুলিশ সদস্যসহ ৫০ জন আহত হয়।
এছাড়াও সংঘর্ষে নোয়াখালীতে ৪ জন, মৌলভীবাজারে ৩ জন, দিনাজপুরে ২ জন এবং নাটোরে ১ জন নিহত হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার সাঈদীর বিরুদ্ধে ২০টি অভিযোগের মধ্যে ৮টিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
মার্চ ০৩, ২০১৩