বিনোদন ডেস্ক: কালো গাউন পরা অ্যাডেলের সেই ছবিটির কথা মনে আছে? হাতে ছয়-ছয়টি গ্র্যামি। এবার মাদাম তুসোর জাদুঘরে গিয়ে দেখতে পাবেন সেই অ্যাডলেকে।
এইজাদুঘরে স্থান পাচ্ছে অ্যাডেলের মূর্তি। স্কাইফল ছবিটি মুক্তি পাওয়ার পরথেকেই নাকি অনুরোধ আসছে এখানে অ্যাডেলের মূর্তি স্থাপনের জন্য। ‘তিনিব্রিটিশ শিল্পীদের মধ্যে দারুণ প্রভাবশালী। আর আমাদের দর্শকেরাও তাঁকে খুবপছন্দ করবেন। মাদাম তুসো জাদুঘরে তাঁকে স্বাগত জানাই আমরা।’ বলেছেনজাদুঘরের মুখপাত্র নিকোল ফেনার।
জুনে শেষ হতে পারে এই মূর্তি তৈরির কাজ। এই জাদুঘরে আরও আছে বিয়ন্স নোয়েলস, লেডি গাগা, এমি ওয়াইনহাউসের মূর্তি। আইএএনএস।
৪ মার্চ/নিউজরুম