বিনোদন ডেস্ক: স্বাভাবিক জগৎ আর রুপালি পর্দার জগতে তো কত ফারাক। তবে তিগমানুশ ঢুলিয়ারসাহেব বিবি ঔর গ্যাংস্টার ছবিতে অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই তেমন কোনো ফারাকখুঁজে পাননি সোহা আলী খান।
ছবিতে সোহা অভিনয় করছেন এক রাজকন্যার চরিত্রে।
পতৌদিপরিবারের এই কন্যা বললেন, ‘ছবিতে আমি ঘুমাতে যেতাম রাজকীয় পোশাক পরে!’ তাইঅনেকেরই প্রশ্ন ছিল, আপনার জন্য এমন অভিনয় কি স্বস্তিদায়ক ছিল?
সোহারজবাব, ‘হ্যাঁ, আমার ভিতটা রাজকীয়, তাই এমন অভিনয় করতে অস্বস্তিতে পড়তে হয়নিমোটেও। তবে এটা ঠিক, এমনিতে আমি পোশাক-আশাক নিয়ে ততটা ধোপদুরস্ত নই, যতটাছিলাম এই ছবিতে।’ আইএএনএস।
৪ মার্চ/নিউজরুম