সকাল থেকেই চকচকে রোদ

0
162
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: সকাল থেকেই চকচকে রোদসময়ের সঙ্গে বেড়েছে রোদের তেজখোলা গ্যালারিতেঘেমেনেয়ে একাকারতবে তাতে খুব একটা বিচলিত মনে হলো না কাউকেইছুটির দিনেরাজীব গান্ধী স্টেডিয়ামের ২৮ হাজার দর্শক শেষ বিকেল পর্যন্ত মেতে রইলনাচ-গান আর মেক্সিকান ওয়েভেগ্যালারি ভরা দর্শককে উল্লাসে মাতিয়েঅস্ট্রেলিয়াকে পিষ্ট করলেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়
সেঞ্চুরিকরেছেন দুজনই, পূজারা ছাড়িয়ে গেছেন দেড় শঅবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিররান তিন শ ছুঁই-ছুঁই (২৯৪)৯ উইকেট হাতে নিয়ে লিড ৭৪ রানেরহায়দরাবাদটেস্টের ভাগ্য বুঝি নির্ধারিত দ্বিতীয় দিনেই!

টেস্ট ক্রিকেটে পুরোনোএকটি প্রবাদবাক্য এমনপ্রথম সেশন বোলারদের দাও, পরের দুই সেশন নিয়ে নাওকাল শুরুতে সিডল-প্যাটিনসন গতি আর নিখুঁত লাইন-লেংথে বেঁধে ফেলেছিলেনভারতীয় ব্যাটসম্যানদেরসফলতাও এসেছে সাতসকালেসিডলের অফ স্টাম্পঘেঁষাএকটু বাড়তি লাফানো আউটসুইঙ্গারে কট বিহাইন্ড শেবাগ, চশমা চোখে ব্যর্থ টানাতৃতীয় ইনিংসে
বিজয়-পূজারার মাটি কামড়ানো প্রতিজ্ঞায় প্রথম সেশনে ২৫ওভারে ওঠে মাত্র ৪৯ রানতবে পরের দুই সেশনে সহজ হয়ে আসা উইকেটে পুরোনোহওয়া বলে সিডল-প্যাটিনসনকেও মলিন লেগেছেধারহীন বাকি বোলারদের পিটিয়েদ্বিতীয় সেশনে ৩৩ ওভারে বিজয়-পূজারা তুলেছেন ১০৬শেষ সেশনের ৩০ ওভারে ১৫১!দ্বিতীয় নতুন বলও ভালো কিছু দিতে পারেনি অস্ট্রেলিয়াকে
বিজয় আলাদাকৃতিত্ব পাচ্ছেন সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দমিয়ে রেখে লম্বা এক ইনিংসখেলায়ডোহার্টিকে লং অফ গ্যালারিতে পাঠিয়ে ফিফটি ছুঁয়েছিলেন ১৪১ বলে, ডোহার্টিকেই চার মেরে সেঞ্চুরি ২৪৫ বলে১১ টেস্টে চতুর্থ সেঞ্চুরিছুঁয়েছেন পূজারা ১৮৮ বলেসেখান থেকে পরের পঞ্চাশ মাত্র ৪২ বলে! আজ দিনশুরু করবেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বপ্ন চোখে এঁকে
ঝুলি থেকে চোখধাঁধানো সব শট যতই বের করেছেন পূজারা-বিজয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েপ্রশ্ন উঠেছে আরওসীমিত ওভারের ক্রিকেটে হয়তো সম্ভাবনাময় অলরাউন্ডার, তাইবলে এখনই ম্যাক্সওয়েলের টেস্ট অভিষেক! স্বীকৃত সেরা স্পিনার লায়ন বাদ একটেস্টের ব্যর্থতায়? ওয়েবসাইট, স্টার ক্রিকেট

 

৪ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন