স্পোর্টস ডেস্ক: সকাল থেকেই চকচকে রোদ। সময়ের সঙ্গে বেড়েছে রোদের তেজ। খোলা গ্যালারিতেঘেমেনেয়ে একাকার। তবে তাতে খুব একটা বিচলিত মনে হলো না কাউকেই। ছুটির দিনেরাজীব গান্ধী স্টেডিয়ামের ২৮ হাজার দর্শক শেষ বিকেল পর্যন্ত মেতে রইলনাচ-গান আর মেক্সিকান ওয়েভে। গ্যালারি ভরা দর্শককে উল্লাসে মাতিয়েঅস্ট্রেলিয়াকে পিষ্ট করলেন চেতেশ্বর পূজারা ও মুরালি বিজয়।
সেঞ্চুরিকরেছেন দুজনই, পূজারা ছাড়িয়ে গেছেন দেড় শ। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিররান তিন শ ছুঁই-ছুঁই (২৯৪)। ৯ উইকেট হাতে নিয়ে লিড ৭৪ রানের। হায়দরাবাদটেস্টের ভাগ্য বুঝি নির্ধারিত দ্বিতীয় দিনেই!
টেস্ট ক্রিকেটে পুরোনোএকটি প্রবাদবাক্য এমন—প্রথম সেশন বোলারদের দাও, পরের দুই সেশন নিয়ে নাও।কাল শুরুতে সিডল-প্যাটিনসন গতি আর নিখুঁত লাইন-লেংথে বেঁধে ফেলেছিলেনভারতীয় ব্যাটসম্যানদের। সফলতাও এসেছে সাতসকালে। সিডলের অফ স্টাম্পঘেঁষাএকটু বাড়তি লাফানো আউটসুইঙ্গারে কট বিহাইন্ড শেবাগ, চশমা চোখে ব্যর্থ টানাতৃতীয় ইনিংসে।
বিজয়-পূজারার মাটি কামড়ানো প্রতিজ্ঞায় প্রথম সেশনে ২৫ওভারে ওঠে মাত্র ৪৯ রান। তবে পরের দুই সেশনে সহজ হয়ে আসা উইকেটে পুরোনোহওয়া বলে সিডল-প্যাটিনসনকেও মলিন লেগেছে। ধারহীন বাকি বোলারদের পিটিয়েদ্বিতীয় সেশনে ৩৩ ওভারে বিজয়-পূজারা তুলেছেন ১০৬। শেষ সেশনের ৩০ ওভারে ১৫১!দ্বিতীয় নতুন বলও ভালো কিছু দিতে পারেনি অস্ট্রেলিয়াকে।
বিজয় আলাদাকৃতিত্ব পাচ্ছেন সহজাত আক্রমণাত্মক প্রবৃত্তি দমিয়ে রেখে লম্বা এক ইনিংসখেলায়। ডোহার্টিকে লং অফ গ্যালারিতে পাঠিয়ে ফিফটি ছুঁয়েছিলেন ১৪১ বলে, ডোহার্টিকেই চার মেরে সেঞ্চুরি ২৪৫ বলে। ১১ টেস্টে চতুর্থ সেঞ্চুরিছুঁয়েছেন পূজারা ১৮৮ বলে। সেখান থেকে পরের পঞ্চাশ মাত্র ৪২ বলে! আজ দিনশুরু করবেন দ্বিতীয় ডাবল সেঞ্চুরির স্বপ্ন চোখে এঁকে।
ঝুলি থেকে চোখধাঁধানো সব শট যতই বের করেছেন পূজারা-বিজয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়েপ্রশ্ন উঠেছে আরও। সীমিত ওভারের ক্রিকেটে হয়তো সম্ভাবনাময় অলরাউন্ডার, তাইবলে এখনই ম্যাক্সওয়েলের টেস্ট অভিষেক! স্বীকৃত সেরা স্পিনার লায়ন বাদ একটেস্টের ব্যর্থতায়? ওয়েবসাইট, স্টার ক্রিকেট।
৪ মার্চ/নিউজরুম