ঢাকা: অচিরেই তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হবে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, “ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জানিয়েছেন, অচিরেই বাংলাদেশের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন চু্ক্তি স্বাক্ষরিত হবে। এবিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের আলোচনা চলছে।”
বিকেল ৫টার দিকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সোনারগাঁও হোটেলে অবস্থানরত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন।
সেখানে তাদের মধ্যে ১৫ মিনিট দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান দীপু মনি।
মার্চ ০৩, ২০১৩