ঢাকা: আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত ভাবছে দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টি করে তৃতীয় শক্তির উদ্ভব ঘটানো সম্ভব।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত মনে করছে তৃতীয় শক্তি ক্ষমতায় বসলে যুদ্ধাপরাধীর দায়ে আটক ও দণ্ডাদেশ প্রাপ্তরা রক্ষা পেয়ে যাবে।”
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট আন্তরিক উল্লেখ করে কামরুল বলেন, “বিএনপি-জামায়াত যে স্বপ্নে বিভোর হয়ে সারাদেশে নাশকতা চালাচ্ছে, তা কখনোই সফল হবে না। পরিস্থিতি যথেষ্ট শান্ত হয়ে এসেছে। বাকিটাও নিয়ন্ত্রণে আসবে।”
তিনি বলেন, “চলমান পরিস্থিতিতে সাধারণ জনগণের সামনে বিএনপি-জামায়াতের আসল চেহারা বের হয়ে এসেছে। তারা জনগণের শান্তির চেয়ে ক্ষমতা ও যুদ্ধাপরাধীদের বাঁচানোকেই যে প্রাধান্য দিচ্ছে তা পরিষ্কার হয়ে গেছে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য আসলামুল হক আসলাম প্রমুখ।
মার্চ ০৩, ২০১৩