মির্জা ফখরুলসহ ৩৮ নেতার নামে মামলা

0
146
Print Friendly, PDF & Email

ঢাকা: মালিবাগ, মৌচাক ও সিদ্ধেশ্বরীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির ৩৮ জন কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর নামে দু’টি মামলা হয়েছে রমনা থানায়।

 

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলা দু’টিতে আসামি করা হয়েছে-স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ৩৮ নেতা।

 

রমনা থানার এসআই আলী হোসেন বাদী হয়ে গাড়ি ভাঙচুর ও এসআই আশফাক গাড়ি পোড়ানোর মামলা করেন।

 

এ দুই মামলায় অজ্ঞাত পরিচয় আরো সহস্রাধিক নেতাকর্মীকে আসামি দেখানো হয়েছে। এদের মধ্যে শনিবার আটক করা ১১ জনকে দুই মামলায় আসামি করা হয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি শাহ আলম। তিনি জানান, বাকি আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

  মার্চ ৩,২০১৩

শেয়ার করুন