সাতক্ষীরায় শিবির-বিজিবি সংঘর্ষ, নিহত ১

0
276
Print Friendly, PDF & Email

সাতক্ষীরা: সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় জামায়াত-শিবির ও বিজিবির সংঘর্ষে মাহবুবুর রহমান (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন বিজিবি সদস্যসহ ৬ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাহবুবুর রহমান  রইচপুর এলাকার মফেজউদ্দীনের ছেলে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন নাজির হোসেন (৩০), সোহাগ (১২) ও ইছানুর আলী (৪৫)। বাকিদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকাল ১১টার দিকে বিজিবি সদস্যরা রইচপুর এলাকায় গেলে পিকেটাররা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিজিবি ১৫/১৬ রাউন্ড গুলি ছুড়লে একজন মারা যান।

এদিকে, ঘটনার পর দুইজন টিভি সাংবাদিককে মারধর করে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা।

হরতাল সমর্থকরা দেবহাটার গাজীরহাট আওয়ামী লীগ কার্যালয়, সদরের খানপুর আওয়ামী লীগ কার্যালয় এবং আবাদেরহাটের ব্র্যাক অফিস ভাঙচুর করেছে। সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকতা মেজর আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 মার্চ ০৩, ২০১৩

শেয়ার করুন