রাউজানে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

0
271
Print Friendly, PDF & Email

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর হাজিপাড়া এলাকায় গাছ থেকে পড়ে আমীর হোসেন(৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড় ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

আমীর হোসেন রাউজান উপজেলার সুলতানপুর হাজিপাড়া এলাকার মহব্বত বখশার সন্তান।

রোববার সকালে বাড়ি সংলগ্ন ক্ষেতের পাশের গাছ কাটতে গিয়ে পা ছিটকে পড়ে গুরুতর আহত হন আমীর হোসেন। প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকি‍ৎস তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল কামাল উদ্দিন জানান, গাছ থেকে পড়ে গুরুতর আহত হন আমীর। আশঙ্কাজনক অবস্থায় চমেক আনা হলে দায়িত্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশি মুরাদ উদ্দিন বাংলানিউজকে জানান, এলাকায় কৃষি কাজ করতেন আমীর হোসেন। রোববার সকালে বাড়ি সংলগ্ন ক্ষেতের পাশে একটি গাছের ডাল কাটতে উঠেন তিনি।

এসময় পা ছিটকে পড়ে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সকাল সাড়ে ১০টার দিকে চমেক আনা হলে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।

মুরাদ বলেন, ‘তিনি(আমীর হোসেন) শনিবার দিনগত রাতে কাজ করেছেন। ঘুম না হওয়ায় হয়তো ঝিমিয়ে পড়েছিলেন।’

মার্চ ০৩ ২০১৩

শেয়ার করুন