জয়পুরহাট: জয়পুরহাটে রাস্তা অবরোধ করে হরতালের পিকেটিং করার সময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের দফায় দফায় সংঘর্ষে তিনজন নিহত হয়েছে ও ২১ জন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্র তিনজনের মৃত্যু খবর নিশ্চিত করেছে।
দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে বিজিবি গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে গোটা শহর জুড়ে আতংক বিরাজ করছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এঘটনার পর জয়পুরহাট ও পাঁচবিবিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাঁচবিবিতেও সকাল থেকে সংঘর্ষ চলছিল।
মার্চ ০৩, ২০১৩