গাজীপুর: জেলার শ্রীপুর উপজেলার জৈনা বাজারে পিকেটিংকালে নিহত হয়েছেন আব্দুর রাজ্জাক (৩২) নামের এক শিবির নেতা। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ায়। লাশটি শিবিরের লোকজন ফুলবাড়িয়ায় নিয়ে গেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে জৈনা বাজার ভাই ভাই ফিলিং স্টেশনের সামনে কয়েকজন শিবির কর্মী রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা করেন। এ সময় একটি ট্রাকও ভাঙচুর করেন তারা। এ সময় তাদের ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে পুলিশ গুলি চালায়। এ সময় আহত হন আব্দুর রাজ্জাক। পরে স্থানীয় একটি ক্লিনিকে মারা যান তিনি।
স্থানীয় একটি সূত্র জানায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন আব্দুর রাজ্জাক। তবে জামায়াতের দলীয় একটি সূত্র দাবি করেছে , পুলিশের গুলিতেই নিহত হয়েছেন রাজ্জাক । মাথায় প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমির হোসেন জানান, সড়ক দুর্ঘটনাতেই মারা গেছেন ওই শিবির নেতা।
গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, পুলিশের গুলিতে নিহতের খবরটি নিছক গুজব। এই রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছে গাজীপুরে।
মার্চ ০৩, ২০১৩