১৫ ইউনিয়ন তিন দিন অন্ধকারে বোরো নিয়ে বিপদে কৃষক

0
200
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক: সন্ধ্যার পর ১৫টি ইউনিয়নে নেমে আসে ভুতুড়ে পরিবেশদোকানপাট বন্ধ হয়ে যায়এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা লেখাপড়া করতে পারে নাতবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বোরোচাষিরাগভীর নলকূপগুলো বন্ধধানখেতে পানি নেইকোনো কোনো খেতের মাটি পেটে গেছেআর দু-তিন দিন এভাবে চললে অধিকাংশ বোরো ধানখেত ফেটে চৌচির হয়ে যাবেক্ষতিগ্রস্ত হবে পিঁয়াজ-রসুনের খেতও
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত তিন দিন ধরে বিদ্যুতের অভাবে চলছে এই বিভীষিকাময় অবস্থাগত বৃহস্পতিবার জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা শিবগঞ্জের কানসাটে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যু সমিতির সদর দপ্তর আগুনে পুড়িয়ে দেয়বিদ্যুতের একটি উপকেন্দ্র পুড়িয়ে দেয় তারাএতে প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পল্লী বিদ্যু সমিতি
বৃহস্পতিবার শিবগঞ্জের ধোপপুকুর এলাকার একটি পেট্রলপাম্পে গিয়ে দেখা যায়, ডিজেল কেনার জন্য লম্বা লাইন দিয়েছেন বোরোচাষিরাতাঁরা জানান, ৬০ টাকা লিটারের ডিজেল কিনতে হচ্ছে ৭০ টাকা করেএক বিঘা জমিতে সেচের জন্য কমপক্ষে ৪০ লিটার ডিজেল দরকার হয়সেখানে খরকপুর গ্রামের নুরুল ইসলাম (৬০) বলেন, ‘তিন দিন ধরে জমিতে পানি নেইতাই শ্যালো মেশিন জোগাড় করে ডিজেল কিনতে এসেছিমনাকষা ইউনিয়ন পরিষদের (ইউপি) শাহাপাড়া গ্রামের আনারুল ইসলাম বলেন, ‘সাত বিঘা জমিতে আবাদ করেছি ধার-দেনা করেবিদ্যু না এলে এবার বউয়ের গয়না ও গরু-ছাগল বিক্রি করে দেনা শোধ করতে হবেশাহবাজপুর ইউপির পারদিলালপুর গ্রামের কৃষক আজাহার আলী (৭৫) জানান, বিদ্যু না থাকায় এলাকায় হাজার হাজার কৃষকের মাথায় হাত পড়েছেতাঁর নিজের তিন বিঘা জমি পানির অভাবে ফেটে গেছে
সূত্র জানায়, উপজেলায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছেএর মধ্যে তিন হাজার ৬৭০ হেক্টর জমির সেচ পল্লী বিদ্যুতের আওতায়
কানসাট ইউনিয়নের পুঠিমারী বিলে হাজার বিঘা জমিতে আবাদ হয়েছেপশ্চিম বিলাত হরিরামপুর মৌজার গভীর নলকূপের আওতায় আবাদ হয়েছে ১৭৫ বিঘাএর মধ্যে বেশ কিছু বোরো খেতের মাটি ফাটা শুরু হয়েছেজমির পাশে হতাশ হয়ে বসেছিলেন হরিপুর গ্রামের কৃষক ওমর আলীতিনি বলেন, ‘হামার তিন বিঘা আবাদসবই ফাটতে ল্যাগাছেহামার বুঝিন সবই শ্যাষ হয়্যা যাইবে
বিদ্যুতের অভাবে মোবাইল ফোনে চার্জ করা সম্ভব হচ্ছে নাধোপপুকুরে একটি পেট্রলপাম্পে দেখা যায় টাকার বিনিময়ে মোবাইল ফোন চার্জ করা হচ্ছেদূরদূরান্ত থেকে লোকজন এখানে এসে মোবাইল ফোনে চার্জ করছেনসেখানে পশ্চিম বিলাত হরিরামপুর কৃষক সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন বলেন, ‘কৃষকের হাহাকার দেখে আমরা দল বেঁধে পল্লী বিদ্যু সমিতির অফিসে গিয়েছিলামকিন্তু কখন আবার বিদ্যু আসবে তার নিশ্চয়তা তারাও দিতে পারছে না
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যু সমিতির কনিষ্ঠ প্রকৌশলী কফিল উদ্দীন বলেন, ‘১৫ মেগাওয়াটের একটি সাবস্টেশনআমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবস্থা দেখে গেছেনমেরমতের জন্য যন্ত্রপাতি এলে কাজ শুরু হবেতিনি আরও বলেন, ‘এখন তিন দিনের হরতালের কারণে যন্ত্রপাতি আসতে দেরি হতে পারেতিনি জানান, বাণিজ্যিক, কৃষি ও আবাসিক মিলিয়ে ৫৮ হাজার গ্রাহক বিদ্যুবিহীন অবস্থায় রয়েছেসবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বোরোচাষিরা
কানসাট বিদ্যু আন্দোলনের নেতা গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুতের জন্য এত বড় আন্দোলন হয়েছে, ১৭ জন মানুষ জীবন দিয়েছেকিন্তু তখন ওই উত্তপ্ত অবস্থার মধ্যেও কেউ পল্লী বিদ্যু সমিতির এত বড় ক্ষতি করেনি৭১ সালে স্বাধীনতাবিরোধী জামায়াত যেমন ইসলামের নামে মানুষের ওপর নির্যাতন ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে৭১-এর কায়দায় তারা এই বিদ্যু উপকেন্দ্রে হামলা চালিয়েছেসমিতির আবাসিক ভবনে থাকা মা-বোনদের লাঞ্ছিত করেছেপরিবারগুলোকে এক কাপড়ে তাড়িয়ে দিয়ে বাড়িগুলোতে আগুন দিয়েছেলুটপাট করেছেতিনি বলেন, ‘এই নারকীয় ঘটনায় জড়িত জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের আমরা ধিক্কার জানাচ্ছিতাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি
বিদ্যু না থাকায় কেরোসিন ও মোমবাতির দাম বেড়েছেপুকুরিয়া গ্রামের গৃহবধূ পারুল বেগম বলেন, ‘পাঁচ টাকার মোমবাতি কিনতে হচ্ছে আট টাকা দিয়ে৮০ টাকার কেরোসিন বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরেনা কিনেও উপায় নেইছেলেমেয়েদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছেএই গৃহবধূ আরও জানান, ফ্রিজে রাখা মাছ-মাংস নষ্ট হয়ে গেছে
কানসাট আব্বাস বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম ও আনসারুল হক জানান, কেরোসিন-মোমবাতি জন্য মানুষ ছোটাছুটি করছেঅস্থিতিশীল পরিস্থিতির জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে

 

৩ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন