নাটোর: নাটোরে জামায়াত-শিবিরের ৭ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে লালপুর ও বড়াইগ্রাম থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
তারা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাসিন্দ গ্রামের লুৎফর রহমান ওরফে নজু (৩৭), দক্ষিণ মালিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৩), তার ভাই আলগীর হোসেন (২০), লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের মেহেদী হাসান রনি (২০), নবীনগর গ্রামের মোজাম্মেল হক (৩৭), মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের রেজাউল করিম (৩৬) ও সোলাইমান হোসেন (২৩)।
শনিবার বিকেল ৫টার দিকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার নাইনের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন বাংলানিউজকে জানান, সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর লালপুর উপজেলার কদমচিলান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক খায়রুল বাশারকে হত্যা, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, পুলিশের অস্ত্র লুট, গাড়িতে অগ্নিসংযোগ, মারপিট ও সরকারি কাজে বাধা দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। এসব অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।
উল্লেখ্য, জামায়াত-শিবির কর্মীদের হামলায় নিহত যুবলীগ নেতা খায়রুল ইসলামের ছোট ভাই শাহিনুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত একশ’ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে, বৃহস্পতিবার রাতে লালপুরের গোদড়া গ্রামে জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহমান জানিয়েছেন।
মার্চ ০২,২০১৩