রংপুর: পীরগাছায় বৃহস্পতিবার পুলিশ ও জামায়াত-শিবিরের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ আকমল হোসেন (২২) নামে এক তরুণ মারা গেছে।
তিনি উপজেলার ছাওলা ইউনিয়নের জ্ঞানগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
পেটে ও বুকে গুলিবিদ্ধ আকমল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
পীরগাছা শিবিরের সভাপতি জুয়েল হোসেন বলেছেন, আকমল তাদের কর্মী। আকমল হোসেনের লাশ এখনো হাসপাতাল মর্গে রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র।
পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লাশের ময়নাতদন্ত করা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আকমলের আত্মীয়স্বজনরা মৃতদেহ নিতে আসেনি উল্লেখ তিনি জানান, কাউকে পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করা হবে।
মার্চ ০২, ২০১৩