ঢাকা: অনিবার্য কারণে ৩ মার্চ রোববার ও ৫ মার্চ মঙ্গলবার অনুষ্ঠেয় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৩ মার্চের পরীক্ষাগুলো আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ৫ মার্চের সকাল ও বিকালের পরীক্ষাগুলো আগামী ৬ মার্চ বুধবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্চ ০২, ২০১৩