মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের রামপালে মাদ্রাসার দেয়াল (প্রাচীর) ধসে শিমি আক্তার ফারজানা (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিমি আক্তার ফারজানা রামপাল মোল্লা বাড়ির ফারুক মোল্লার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে শিমি রামপাল জলিল জাব্বার আলিম মাদ্রাসার মাঠে খেলা করছিল। খেলার এক ফাঁকে দেয়ালের কাছে গেলে পুরনো দেয়ালটি ধসে পড়ে। এসময় শিমি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
এ অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মার্চ ০২, ২০১৩