চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

0
255
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন(২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এঘটনায় অপর এক স্কুলছাত্র সোহেল মাহমুদ (১৫) আহত হয়েছে।

নিহত ইব্রাহিম দামুড়হুদা থানার উজিরপুর গ্রামের ছাইদুর রহমানের ছেলে এবং আহত সোহেল একই গ্রামের শহিদুর ইসলামের ছেলে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব (পিপিএম) বাংলানিউজকে জানান, উজিরপুর মোল্লা পাড়ার ছাইদুরের সঙ্গে গাঙপাড়ার আকালের ছেলে আকবরদের মাটি কাটা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

শুক্রবার রাত সাড়ে ১১টায় ইব্রাহিম তার সঙ্গী সোহেলকে নিয়ে গাঙপাড়ায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এসময় গাঙপাড়ার আকবর ও তার সঙ্গীরা পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহিম ও সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ইব্রাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর শুক্রবার রাতেই উজিরপুর গ্রাম থেকে আকালের ছেলে আকবর (৪০) ও মোহাম্মদ আলীর ছেলে ছানোয়ার হোসেনকে (৩৮) আটক করা হয়েছে।

তবে দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

 মার্চ ০২, ২০১৩

শেয়ার করুন