চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, আবু তাহের (২৮), মো. শহীদুল ইসলাম (২৩) এবং ওসমান গণি (২৮)।
শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জামায়াত-শিবিরের দেয়া ব্যারিকেড তুলতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইলতুৎমিশ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাংবাদিক সুকান্ত ধর জানান, সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামে আরও একজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কেরানীহাটের অদূরে হাসমতের দোকানের সামনে জামায়াত-শিবিরের কর্মীরা গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দেয়। পুলিশ এই ব্যারিকেড সরাতে গেলে সংঘর্ষের সূত্রাপাত ঘটে।
সংঘর্ষে অন্তত ১০-১২ জন গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে তিনজন মারা যায়। গুলিবিদ্ধ অপর চারজনকে কেরানীহাটের আশ-শেফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় জামায়াত-শিবির সমর্থকরা কয়েকটি ট্রাকে আগুন দেয়।
এদিকে জামায়াতের তান্ডবে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সাতকানিয়া ও লোহাগাড়ার বৃহস্পতিবারও ব্যাপক সংঘর্ষ হয়। লোহাগাড়ায় এক পুলিশসহ দুজন নিহত হন। এছাড়া বাঁশখালীতে শিবিরের হামলায় নিহত হন এক হিন্দু বৃদ্ধ।
– See more at: http://bangla.bdnews24.com/bangladesh/article597225.bdnews#sthash.S34Wkguj.dpuf
এর আগে বৃহস্পতিবার জামায়াতের শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সাতকানিয়া ও লোহাগড়ার ব্যাপক সংঘর্ষ হয়। ওই দিনের সংঘর্ষে লোহাগড়া এলাকায় পুলিশসহ দুইজন নিহত হন।
মার্চ ০২, ২০১৩