বিজ্ঞাপনচিত্রের কাজে দেশের বাইরে যাচ্ছেন সুজানা

0
482
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক: নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজের জন্য আগামী ৬ মার্চ ভারতে যাচ্ছেন সুজানাতিব্বত ট্যালকম পাউডারের এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হবে ভারতের বিভিন্নমনোরম লোকেশনেএটি নির্দেশনা দেবেন সেখানকার একজন বিজ্ঞাপনচিত্র নির্মাতানতুন এই বিজ্ঞাপনচিত্রে কাজ করা প্রসঙ্গে সুজানা বললেন, ‘তিব্বতের কাজগুলোসাধারণত ভারতের নির্মাতারাই করে থাকেনআমি ৬ মার্চ সেখানে যাচ্ছি

আশাকরছি ভালো কাজ হবেএর বাইরে সুজানা সম্প্রতি একটি টেলিফিল্মের কাজকরেছেনদ্বিতীয়সমান্তরালশিরোনামের এই টেলিফিল্মটি পরিচালনা করেছেনআনোয়ার হোসেন বুলুএতে নিজের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, ‘এতেআমার বিপরীতে কাজ করেছেন লিটু আনামটেলিফিল্মটিতে দেখা যাবে আমি মডেলহওয়ার স্বপ্নে বিভোর একটি মেয়েআমি মিডিয়ায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিতকরতে চাইকিন্তু আমার বয়ফ্রেন্ড চায় না আমি এ মাধ্যমে কাজ করিকারণ, তারধারণা এ মাধ্যমে অনেক খারাপ মানসিকতার মানুষ রয়েছেতাদের পাল্লায় পড়ে আমিনষ্ট হয়ে যাবএক সময় আমি মিডিয়ার দিকে ঝুঁকে পড়িআমার সঙ্গে একজনফটোগ্রাফারের পরিচয় ঘটেতিনি আমাকে আউটডোরে নিয়ে যান ফটোসেশনের জন্যসেখানে আমাকে বাজে প্রস্তাব দিয়ে বসেনএভাবে নানা ঘটনার মধ্য দিয়ে আমারচরিত্রটি সামনের দিকে এগিয়ে যায়শুনেছি নতুনদের অনেকেই এই টেলিফিল্মেআপনার অভিনীত চরিত্রের মতোই মিডিয়ায় কাজ করতে এসে এ ধরনের পরিস্থিতির শিকারহয়ে থাকেননতুনদের প্রতি আপনার পরামর্শ কী? এমন প্রশ্নের জবাবে একটু ভেবেনিয়ে সুজানা বললেন, ‘আমি অনেক দিন ধরেই এ মাধ্যমে কাজ করছিআমাকে কখনও এধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নিআমাদের মিডিয়ার বাইরের অনেকেই মনেকরেন, মিডিয়ার লোক মানেই খারাপকিন্তু তাদের এ ধারণাটা ভুলকারণ, এইঅঙ্গনের মানুষ একটু আলোতে থাকেন বলে তাদের যে কোনো বিষয়ই প্রচার হয় বেশিআসলে ভালো- মন্দ সবখানেই রয়েছেকেউ ব্যাংক বা অন্য কোনো কর্পোরেট জবেও যেপ্রতিকূলতার শিকার হন না, তা কিন্তু নয়তবে আমি মনে করি, কেউ যদি ভালোথাকতে চায়, সে অবশ্যই ভালো থাকতে পারেনতুনদের অনেককেই দেখি মিডিয়ায়প্রবেশ করেই অনেক কিছু পেয়ে যেতে চানরাতারাতি তারকা হওয়ার একটা বাসনানতুনদের মাঝে প্রবলঅল্প সময়ে ওপরে উঠতে গিয়ে অনেকেই বিপথে চলে যানদেখাযায় তারা কী করছে নিজেরাও ঠিক বুঝতে পারেন নাএদের কারণেই মিডিয়ার একটাবদনাম হয়ে যায়একটু দম নিয়ে সুজানা আরও বললেন, ‘নতুনদের আমি বলবএকটুধৈর্য নিয়ে কাজ করতেমাথা ঠাণ্ডা রেখে কাজ করলে একটু সময় হয়তো লাগবে, কিন্তু সাফল্য আসবেইআমি আমার কাজের শুরু থেকে আজ পর্যন্ত মাথা ঠাণ্ডারেখেই কাজ করে এসেছিআমাকে ব্রেক দিয়েছেন আফজাল হোসেনসানক্রেস্টেরবিজ্ঞাপনচিত্রটি হিট করার পর আমি যেনতেন কাজ করার জন্য মরিয়া হয়ে উঠিনিএরপ্রতিদানও আমি পেয়েছিআমি মনে করি, ১০টি মানহীন কাজ করার চেয়ে একটিমানসম্পন্ন কাজ করা অনেক ভালোএটাই নিজেকে আলোচিত করার জন্য যথেষ্টতাড়াতাড়ি যারা ওপরে উঠতে চান, তারা আবার তাড়াতাড়িই নিচে পড়ে যানসুজানাজানিয়েছেন, আগামীতে মোহন খানের একটি ধারাবাহিকে তিনি অভিনয় করবেননাটকে কমকাজ করা প্রসঙ্গে সুজানা বললেন, ‘আমি নিজেকে একজন মডেল ভাবতেই বেশি পছন্দকরিমাঝে মাঝে নাটকে কাজ করি, তবে তা একান্ত ভালো লাগা থেকেইআমার কাছেপ্রায়ই এ মাধ্যমে কাজের প্রস্তাব আসে, আমি অনেক বেছে বেছে অভিনয় করি

 

মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন