স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিককালেমাঠের পারফরম্যান্সটা একেবারেই ভালো না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগেএসি মিলানের কাছে হারের পর কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগেচিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়। চ্যাম্পিয়নস লিগে এসিমিলানের সঙ্গে হারের ব্যবধানটা ২-০ হওয়ায় শেষ আটে স্থান করে নেওয়াটাওঅনেকটা কঠিন হয়ে গেছে কাতালানদের জন্য। পুরো পরিস্থিতি বার্সা শিবিরে তৈরিকরেছে নিদারুণ হতাশা ও অস্বস্তি। কারণ, টানা হারে যে একেবারেই অভ্যস্ত নয়বিশ্বসেরা এই ক্লাব।
দলের আর্জেন্টাইন প্লে-মেকার লিওনেল মেসিই মূলতব্যাপারটি প্রকাশ করেছেন। এসি মিলান ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে টানা দুটিবড় ম্যাচে হারে মুষড়ে পড়েছেন তিনিও। স্পষ্টই জানিয়েছেন, এমনপরিস্থিতিতে একেবারেই অভ্যস্ত নয় তাঁর দল। তবে এই পরিস্থিতি থেকে দ্রুতউত্তরণই কাম্য চারবারের ব্যালন-ডি অর বিজয়ীর।
সামাজিক যোগাযোগওয়েবসাইটে নিজের প্রোফাইলে মেসি লিখেছেন, ‘এসি মিলানের কাছে ২-০ গোলেহারের পর কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলেহারটি দলের খেলোয়াড়েরা কিছুতেই মেনে নিতে পারছে না। ব্যাপারটি তাদেরমধ্যে সত্যিই বড় রকমের হতাশার জন্ম দিয়েছে। আমরা তো এ ধরনের পরিস্থিতিতেঅভ্যস্ত নই।’
আজ শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বীরিয়ালের বিপক্ষে লা লিগার দ্বৈরথ। মাদ্র তিন দিন আগে পাওয়া বড় ধরনেরএকটি পরাজয়ের আঘাত নিয়ে আজকের লড়াইয়ে বার্সেলোনা কেমন করবে—এ নিয়েউত্কণ্ঠার অন্ত নেই বার্সেলোনা সমর্থকদের। তবে মেসি মনে করেন, খেলোয়াড়েরাআজকের ম্যাচের আগেই নিজেদের ফিরে পাবেন। মেসি বলেন, ‘সে বিশ্বাস সতীর্থদেরওপর আমার আছে।’
২ মার্চ/নিউজরুম