চমক হিসেবে একটি নতুন পণ্য

0
244
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি: চমক হিসেবেএকটি নতুন পণ্য বাজারে আনছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপলসম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকঅ্যাপলের বিনিয়োগকারীদের এ আশ্বাস দিয়েছেন
২৭ ফেব্রুয়ারি অ্যাপলেরপ্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণসভায় টিম কুক এ তথ্য জানানখবর টেলিগ্রাফ অনলাইনের
সম্প্রতিপ্রযুক্তি বিশ্লেষকেদের সমালোচনার মুখে পড়েছেন অ্যাপলের প্রধান নির্বাহীকুক২০১১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ক্যান্সারে আক্রান্তহয়ে মারা যাওয়ার পর থেকে অ্যাপলের দায়িত্ব নিয়েছেন টিম কুকতবে, বাজারে নতুন উদ্ভাবনী কোনো পণ্য না আনায় তাঁর সমালোচনা বাড়ছেএদিকেশেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দামও পড়ে যাচ্ছেবিষয়টি নিয়েবিনিয়োগকারীদের উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন টিম কুকটিম কুক জানিয়েছেন, শিগগিরই নতুন একটি পণ্য বাজারে আনছে অ্যাপলতবে নতুন পণ্যটি কি ধরনের হবেসে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনিশুধু এটুকু বলেছেন, অ্যাপলের বর্তমানযেসব পণ্য রয়েছে, নতুন পণ্যটি হবে তার চেয়ে আলাদাঅ্যাপল বর্তমানেআইপ্যাড, আইফোন, ল্যাপটপ, ডেস্কটপ ও ডিজিটাল প্লেয়ার বিক্রি করে
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের চমক হতে পারে স্মার্ট হাতঘড়ি, টেলিভিশন ও বাইসাইকেল,এর মধ্যে যেকোনো একটি

 

২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন