বিজ্ঞান ও প্রযুক্তি: চমক হিসেবেএকটি নতুন পণ্য বাজারে আনছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুকঅ্যাপলের বিনিয়োগকারীদের এ আশ্বাস দিয়েছেন।
২৭ ফেব্রুয়ারি অ্যাপলেরপ্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণসভায় টিম কুক এ তথ্য জানান। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সম্প্রতিপ্রযুক্তি বিশ্লেষকেদের সমালোচনার মুখে পড়েছেন অ্যাপলের প্রধান নির্বাহীকুক। ২০১১ সালে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ক্যান্সারে আক্রান্তহয়ে মারা যাওয়ার পর থেকে অ্যাপলের দায়িত্ব নিয়েছেন টিম কুক। তবে, বাজারে নতুন উদ্ভাবনী কোনো পণ্য না আনায় তাঁর সমালোচনা বাড়ছে।এদিকেশেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দামও পড়ে যাচ্ছে। বিষয়টি নিয়েবিনিয়োগকারীদের উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন টিম কুক। টিম কুক জানিয়েছেন, শিগগিরই নতুন একটি পণ্য বাজারে আনছে অ্যাপল। তবে নতুন পণ্যটি কি ধরনের হবেসে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি তিনি। শুধু এটুকু বলেছেন, অ্যাপলের বর্তমানযেসব পণ্য রয়েছে, নতুন পণ্যটি হবে তার চেয়ে আলাদা। অ্যাপল বর্তমানেআইপ্যাড, আইফোন, ল্যাপটপ, ডেস্কটপ ও ডিজিটাল প্লেয়ার বিক্রি করে।
প্রযুক্তিবিশ্লেষকেরা ধারণা করছেন, অ্যাপলের চমক হতে পারে স্মার্ট হাতঘড়ি, টেলিভিশন ও বাইসাইকেল,এর মধ্যে যেকোনো একটি।
২ মার্চ/নিউজরুম