পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করেন

0
146
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক: পোপ ষোড়শবেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেনবাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতএকটায় তিনি পদত্যাগ করেনপদত্যাগের সময় তিনি জানিয়েছেন, সাধারণতীর্থযাত্রীর মতোই তাঁর পার্থিব জীবনযাত্রা শুরু হচ্ছে
এর আগে ৮৫ বছরবয়সী এই প্রধান যাজককে রোম থেকে হেলিকপ্টারে করে তাঁর নির্জন আশ্রয়ক্যাসেল গ্যানডলফোরে নেওয়া হয়স্থানটি রোমের কাছাকাছিপ্রায় ৬০০ বছর পরপদত্যাগ করা প্রথম পোপ তিনি
পদত্যাগের পর বর্তমানে ধর্মযাজক কার্ডিনালটার্সিসিও বার্থোনের নেতৃত্বে একদল বিশপ দায়িত্ব নিয়েছেননতুন পোপনির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরাই দায়িত্বে থাকবেন
পোপের এই দায়িত্বত্যাগের প্রথম ধাপে সুইস গার্ডের সদস্যরা ক্যাসেল গ্যানডলফোতে বেনেডিক্টেরনিরাপত্তার দায়িত্ব থেকে সরে আসেনএরপর তাঁর নিরাপত্তার দায়িত্ব নেনভ্যাটিকানের পুলিশ বাহিনীযোড়শ বেনেডিক্ট অবসরজীবনে পোপের পোশাক পরা থেকেবিরত থাকবেনপোপের ঝলমলে পোশাকের পরিবর্তে তাঁর পরনে থাকবে সাধারণ সাদাআলখাল্লাতাঁর ষোড়শ বেনেডিক্ট নামটি ঠিকই থাকবেএর সঙ্গে যুক্ত হবে নতুনউপাধি পোপ ইমেরিটাস
উল্লেখ্য, ১১৫ জন ধর্মযাজকের একটি দল আগামীকালসোমবার আলোচনা করবেএই আলোচনায় নতুন পোপ নির্বাচন করার কর্মপরিকল্পনানেওয়া হবেআগামী মার্চে নতুন পোপ নির্বাচন করা হবেবিবিসি

 

 

 

২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন