পাতলা এবং হালকা ল্যাপটপ

0
149
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি: ফুজিসুরসবচেয়ে পাতলা এবং হালকা ওজনের নতুন ল্যাপটপ বাজারে এসেছেএতে আছে ইন্টেলকোর আই সেভেন প্রসেসরটানা সাড়ে আট ঘণ্টা চলে এর ব্যাটারিএসএইচ৭৭১মডেলের লাইফবুকে রয়েছে ৮ গিগাবাইট র‌্যাম, ৬৪০ গিগাবাইট হার্ডডিস্কইত্যাদিনিরাপত্তার জন্য ১৩.৩ ইঞ্চি প্রশস্ত পর্দার এই ল্যাপটপে রয়েছেবেতার তরঙ্গভিত্তিক (আরএফ বেস) আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তি, বায়োসলক, অ্যান্টি থেফট লককম্পিউটার সোর্সের আনা এই কম্পিউটারের দাম দুই লাখপাঁচ হাজার টাকা

 

 

 

২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন