ম্যানচেস্টার ডাকছে রোনালদোকে

0
150
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: ডেভিডবেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে অনেক মিলম্যানচেস্টার ইউনাইটেডেরহয়ে মাঠ মাতিয়ে বেকহাম আস্তানা গেড়েছিলেন রিয়াল মাদ্রিদেবেকহাম যখনইউনাইটেড ছাড়েন, রোনালদোর গায়ে তখন মাত্রই লাল জার্সি চড়েছেতারপর বেকহামযখন রিয়াল ছেড়ে গেলেন মেজর লিগ সকারে, রোনালদো তাঁকে অনুসরণ করে পাড়ি দিলেনমাদ্রিদেরোনালদো আবার ফিরছেন তাঁর ওল্ড ট্রাফোর্ডেতবে এই আসাটা তাঁরভালোবাসার ক্লাব ইউনাইটেডের সঙ্গে যুঝতেআগামী মঙ্গলবারই যেরিয়াল-ইউনাইটেড মহারণ চ্যাম্পিয়নস লিগেকিন্তু বেকহাম ভাবছেন, ওল্ডট্রাফোর্ড রোনালদোকে এমনই রোমাঞ্চিত করবে যে তিনিই হয়তো গড়ে দেবেন ম্যাচেরভাগ্য

এই মুহূর্তে রোনালদোর যা ফর্ম, তাতে বেকহামের সঙ্গে দ্বিমত পোষণকরার লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে নাকোপা ডেল রের সেমিফাইনালে লিওনেলমেসিকে আড়াল করে সবটুকু আলো কেড়ে নিয়েছেনবেকহাম অবশ্য তাত্ত্বিক আলোচনায়যাননি, ওল্ড ট্রাফোর্ডে তাঁর ফেরাটাকেই দেখছেন বড় করে, ‘এটা হবে রোমাঞ্চকরএকটা ম্যাচম্যানচেস্টারে ফেরার রাতটা রোনালদোর জন্য হবে স্পেশালতারহূদয়ে ইউনাইটেডের জন্য আলাদা একটা জায়গা আছেসমর্থকেরা তাকে ভালোবাসেএটাহবে দারুণ একটা ম্যাচ
রোনালদো আগেই জানিয়েছিলেন পুরোনো ক্লাবেরবিপক্ষে গোল করলে সেটা উদ্যাপন করবেন নাস্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতিপিতৃসম শ্রদ্ধা আছে তাঁরএমনকি রিয়াল ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন এই গুজবওচাউর হয়েছিল কদিন আগেআবার পুরোনো মাঠে ফেরাটা তাঁর জন্য চাপ নয়, অনুপ্রেরণার উস হবে বলেই বেকহামের বিশ্বাস, ‘পুরোনো ক্লাবে ফেরাটা আপনিউপভোগই করবেনআমি নিশ্চিত, এটা ওকে অনুপ্রেরণা জোগাবেগ্রেটদের আসলেঅনুপ্রেরণার অনেক উসই থাকে’ “
রোনালদোর রিয়াল-সতীর্থ ক্যাসিয়াসেরকণ্ঠেও রোনালদো-নির্ভরতার সুর, ‘ক্রিস্টিয়ানো আমাদের কাছে খুবইগুরুত্বপূর্ণএ মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, আমাদের নিজের সেরাটাওদিচ্ছেতবে এটাও মানছেন সাবেক সতীর্থরা রোনালদোকে ঠেকাতে আটঘাট বেঁধেইনামবেন, ‘তারা জানে কীভাবে সে খেলেতাদের মাঠে খেলাটাও দুরূহকাজটা তাইকঠিনই হবেওল্ড ট্রাফোর্ডে গিয়ে আগে ঘর সামলানোরপরামর্শও দিয়েছেনরিয়াল গোলরক্ষকসেজন্য বার্সেলোনার পারফরম্যান্সকে নিতে চান অনুপ্রেরণাহিসেবে, ‘ন্যু ক্যাম্পে আমরা যা করেছিলাম সেটাকেই ওল্ড ট্রাফোর্ডে নিয়েযেতে হবেস্কোর এখন ১-১আমাদের গোল করতে হবেগোল খাওয়া চলবে নাচোটেরকারণে অধিনায়ক ক্যাসিয়াস অবশ্য থাকবেন ওল্ড ট্রাফোর্ডের ডাগ-আউটেওয়েবসাইট

 

২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন