স্পোর্টস ডেস্ক: ডেভিডবেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে অনেক মিল। ম্যানচেস্টার ইউনাইটেডেরহয়ে মাঠ মাতিয়ে বেকহাম আস্তানা গেড়েছিলেন রিয়াল মাদ্রিদে। বেকহাম যখনইউনাইটেড ছাড়েন, রোনালদোর গায়ে তখন মাত্রই লাল জার্সি চড়েছে। তারপর বেকহামযখন রিয়াল ছেড়ে গেলেন মেজর লিগ সকারে, রোনালদো তাঁকে অনুসরণ করে পাড়ি দিলেনমাদ্রিদে। রোনালদো আবার ফিরছেন তাঁর ওল্ড ট্রাফোর্ডে। তবে এই আসাটা তাঁরভালোবাসার ক্লাব ইউনাইটেডের সঙ্গে যুঝতে। আগামী মঙ্গলবারই যেরিয়াল-ইউনাইটেড মহারণ চ্যাম্পিয়নস লিগে। কিন্তু বেকহাম ভাবছেন, ওল্ডট্রাফোর্ড রোনালদোকে এমনই রোমাঞ্চিত করবে যে তিনিই হয়তো গড়ে দেবেন ম্যাচেরভাগ্য।
এই মুহূর্তে রোনালদোর যা ফর্ম, তাতে বেকহামের সঙ্গে দ্বিমত পোষণকরার লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। কোপা ডেল রের সেমিফাইনালে লিওনেলমেসিকে আড়াল করে সবটুকু আলো কেড়ে নিয়েছেন। বেকহাম অবশ্য তাত্ত্বিক আলোচনায়যাননি, ওল্ড ট্রাফোর্ডে তাঁর ফেরাটাকেই দেখছেন বড় করে, ‘এটা হবে রোমাঞ্চকরএকটা ম্যাচ। ম্যানচেস্টারে ফেরার রাতটা রোনালদোর জন্য হবে ‘স্পেশাল’। তারহূদয়ে ইউনাইটেডের জন্য আলাদা একটা জায়গা আছে। সমর্থকেরা তাকে ভালোবাসে। এটাহবে দারুণ একটা ম্যাচ।’
রোনালদো আগেই জানিয়েছিলেন পুরোনো ক্লাবেরবিপক্ষে গোল করলে সেটা উদ্যাপন করবেন না। স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতিপিতৃসম শ্রদ্ধা আছে তাঁর। এমনকি রিয়াল ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন এই গুজবওচাউর হয়েছিল কদিন আগে। আবার পুরোনো মাঠে ফেরাটা তাঁর জন্য চাপ নয়, অনুপ্রেরণার উৎস হবে বলেই বেকহামের বিশ্বাস, ‘পুরোনো ক্লাবে ফেরাটা আপনিউপভোগই করবেন। আমি নিশ্চিত, এটা ওকে অনুপ্রেরণা জোগাবে। গ্রেটদের আসলেঅনুপ্রেরণার অনেক উৎসই থাকে।’ “
রোনালদোর রিয়াল-সতীর্থ ক্যাসিয়াসেরকণ্ঠেও রোনালদো-নির্ভরতার সুর, ‘ক্রিস্টিয়ানো আমাদের কাছে খুবইগুরুত্বপূর্ণ। এ মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, আমাদের নিজের সেরাটাওদিচ্ছে।’ তবে এটাও মানছেন সাবেক সতীর্থরা রোনালদোকে ঠেকাতে আটঘাট বেঁধেইনামবেন, ‘তারা জানে কীভাবে সে খেলে। তাদের মাঠে খেলাটাও দুরূহ। কাজটা তাইকঠিনই হবে।’ ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ‘আগে ঘর সামলানোর’ পরামর্শও দিয়েছেনরিয়াল গোলরক্ষক। সেজন্য বার্সেলোনার পারফরম্যান্সকে নিতে চান অনুপ্রেরণাহিসেবে, ‘ন্যু ক্যাম্পে আমরা যা করেছিলাম সেটাকেই ওল্ড ট্রাফোর্ডে নিয়েযেতে হবে। স্কোর এখন ১-১। আমাদের গোল করতে হবে। গোল খাওয়া চলবে না।’ চোটেরকারণে অধিনায়ক ক্যাসিয়াস অবশ্য থাকবেন ওল্ড ট্রাফোর্ডের ডাগ-আউটে।ওয়েবসাইট।
২ মার্চ/নিউজরুম