স্পোর্টস ডেস্ক: অসম লড়াইয়েপ্রতিশোধ শব্দটা মূল্যহীন। তবে গ্রাহাম ফোর্ড মনে রেখেছেন দুই দলেরসর্বশেষ লড়াইটা। শ্রীলঙ্কান কোচের মনে তাই প্রতিশোধস্পৃহা। বাংলাদেশেরবিপক্ষে এশিয়া কাপ হারের প্রতিশোধ নিতে চান ফোর্ড। পরশু শ্রীলঙ্কায় পৌঁছেমুশফিকুর রহিম অবশ্য বলেছেন পুরোনো কথাই। তারুণ্যের ভরসায় ভালো কিছু করতেচান বাংলাদেশ অধিনায়ক। আর লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের কণ্ঠে সেইচিরকালীন উক্তি, খাটো করে দেখতে চান না প্রতিপক্ষকে।
আইসিসি টেস্টর্যাঙ্কিংয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝে মাত্র দুটি দল। তবে বাস্তবেরফারাকটা যে আরও অনেক বেশি, সেটা পরিষ্কার র্যাঙ্কিং পয়েন্টেই। শ্রীলঙ্কার৯২, বাংলাদেশের ০! এটাই বলে লড়াইটা কত অসম। দুই দলের ১২ টেস্টের সবগুলোঅনায়াসে জিতেছে শ্রীলঙ্কা, ৩০ ওয়ানডের ২৭টি। তিন ওয়ানডে হারের শেষটি গতমার্চের এশিয়া কাপে। লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ উঠেছিল এশিয়াকাপের ফাইনালে।
ওই হারটি এখনো পোড়াচ্ছে গ্রাহাম ফোর্ডকে। পরশুর সংবাদসম্মেলনে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচের কণ্ঠে প্রতিশোধ-প্রতিজ্ঞা, ‘আমরা জানি, ওদের দলটা কতটা প্রতিভাবান। এশিয়া কাপে আমরা বুঝতে পেরেছিলামওরা কতটা কঠিন প্রতিপক্ষ। মুখ লুকাতে বাধ্য হয়েছিলাম আমরা। ওই ফলাফলের পরএবার আবার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েলঙ্কান ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগ। নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরুকরছেন ম্যাথুস। কোচের পাশে বসে এই অলরাউন্ডার সতর্ক করে দিলেন সতীর্থদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। আত্মতুষ্টির কোনো জায়গানেই, প্রতিপক্ষকে খাটো করে দেখার মানেই হয় না। প্রতিটি ম্যাচেই আমাদেরসমান মনোযোগী হতে হবে।’
দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে মিরপুরে যাবলেছিলেন, কলম্বোর তাজ সমুদ্র হোটেলের সংবাদ সম্মেলনেও মুশফিকের কণ্ঠে একইআশাবাদ। চোটজর্জর দলে অনভিজ্ঞ খেলোয়াড়ের মিছিল। কিন্তু তারুণ্যে ভরসামুশফিকের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিকে দেখছেনসুযোগ হিসেবে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজেও আমাদের চোটসমস্যা ছিল।ওয়ানডে সিরিজে ছিল না সাকিব, তার পরও আমরা সিরিজ জিতেছি। যে তরুণেরা দলেএসেছে, তারা পারফর্ম করেই জায়গা পেয়েছে। ওর (সাকিব) অভাব আমরা বোধ করব, কিন্তু তরুণদের জন্য এটা প্রমাণ করার সুযোগও যে দেশের মতো দেশের বাইরেওতারা ভালো খেলতে পারে।’
এশিয়া কাপের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে সামনেএগিয়ে দিয়েছে। পরে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। কিন্তুলঙ্কান সংবাদমাধ্যমে এখনো ঘোর লেগে আছে বাংলাদেশের এশিয়া কাপ সাফল্যের।সাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন উঠল। ‘রহস্য কিছু নেই। গত এক-দুই বছরে ছেলেরাঅনেক পরিশ্রম করছে। মাঠে গিয়ে নিজেদের প্রমাণ করার প্রয়োজন ছিল, নিজেদেরকাজটা ঠিকঠাক করার প্রয়োজন ছিল। এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরাসেটাই করেছি। বেশ কজন তরুণ দলে এসেই দারুণ পারফর্ম করেছে। আশা করি, এই ধারাধরে রাখতে পারব’—জবাব দিয়েছেন মুশফিক।
টেস্টে অবশ্য বাংলাদেশ এগোচ্ছেশম্বুকগতিতে। শ্রীলঙ্কাতেও বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব একটা পাওয়াযাবে না। তবে তারুণ্যের ভরসায় লড়াই চান মুশফিক, ‘টেস্টে আমাদের প্রতিটিসেশন ভালো করতে হবে এবং সেটা ধরে রাখতে হবে। সর্বশেষ সিরিজে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে কিছু কিছু সেশন আমরা দারুণ খেলেছি, কিন্তু শেষটা ভালোকরতে পারিনি। তবে তরুণেরা ভালো করছে। ওরা যদি পারফর্ম করতে পারে, আশা করিটেস্ট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
গতকালই কলম্বো থেকে মাতারাপৌঁছেছে বাংলাদেশ দল। আগামীকাল সেখানেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরুশ্রীলঙ্কা উদীয়মান একাদশের বিপক্ষে। ওয়েবসাইট।
২ মার্চ/নিউজরুম