এশিয়া কাপ হারের প্রতিশোধ নিতে চান ফোর্ড

0
155
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক: অসম লড়াইয়েপ্রতিশোধ শব্দটা মূল্যহীনতবে গ্রাহাম ফোর্ড মনে রেখেছেন দুই দলেরসর্বশেষ লড়াইটাশ্রীলঙ্কান কোচের মনে তাই প্রতিশোধস্পৃহাবাংলাদেশেরবিপক্ষে এশিয়া কাপ হারের প্রতিশোধ নিতে চান ফোর্ডপরশু শ্রীলঙ্কায় পৌঁছেমুশফিকুর রহিম অবশ্য বলেছেন পুরোনো কথাইতারুণ্যের ভরসায় ভালো কিছু করতেচান বাংলাদেশ অধিনায়কআর লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের কণ্ঠে সেইচিরকালীন উক্তি, খাটো করে দেখতে চান না প্রতিপক্ষকে
আইসিসি টেস্টর‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মাঝে মাত্র দুটি দলতবে বাস্তবেরফারাকটা যে আরও অনেক বেশি, সেটা পরিষ্কার র‌্যাঙ্কিং পয়েন্টেইশ্রীলঙ্কার৯২, বাংলাদেশের ০! এটাই বলে লড়াইটা কত অসমদুই দলের ১২ টেস্টের সবগুলোঅনায়াসে জিতেছে শ্রীলঙ্কা, ৩০ ওয়ানডের ২৭টিতিন ওয়ানডে হারের শেষটি গতমার্চের এশিয়া কাপেলঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ উঠেছিল এশিয়াকাপের ফাইনালে
ওই হারটি এখনো পোড়াচ্ছে গ্রাহাম ফোর্ডকেপরশুর সংবাদসম্মেলনে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচের কণ্ঠে প্রতিশোধ-প্রতিজ্ঞা, ‘আমরা জানি, ওদের দলটা কতটা প্রতিভাবানএশিয়া কাপে আমরা বুঝতে পেরেছিলামওরা কতটা কঠিন প্রতিপক্ষমুখ লুকাতে বাধ্য হয়েছিলাম আমরাওই ফলাফলের পরএবার আবার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েলঙ্কান ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগনিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরুকরছেন ম্যাথুসকোচের পাশে বসে এই অলরাউন্ডার সতর্ক করে দিলেন সতীর্থদের, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেইআত্মতুষ্টির কোনো জায়গানেই, প্রতিপক্ষকে খাটো করে দেখার মানেই হয় নাপ্রতিটি ম্যাচেই আমাদেরসমান মনোযোগী হতে হবে
দেশ ছাড়ার আগে শেষ সংবাদ সম্মেলনে মিরপুরে যাবলেছিলেন, কলম্বোর তাজ সমুদ্র হোটেলের সংবাদ সম্মেলনেও মুশফিকের কণ্ঠে একইআশাবাদচোটজর্জর দলে অনভিজ্ঞ খেলোয়াড়ের মিছিলকিন্তু তারুণ্যে ভরসামুশফিকেরবিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুপস্থিতিকে দেখছেনসুযোগ হিসেবে, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত সিরিজেও আমাদের চোটসমস্যা ছিলওয়ানডে সিরিজে ছিল না সাকিব, তার পরও আমরা সিরিজ জিতেছিযে তরুণেরা দলেএসেছে, তারা পারফর্ম করেই জায়গা পেয়েছেওর (সাকিব) অভাব আমরা বোধ করব, কিন্তু তরুণদের জন্য এটা প্রমাণ করার সুযোগও যে দেশের মতো দেশের বাইরেওতারা ভালো খেলতে পারে
এশিয়া কাপের সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে সামনেএগিয়ে দিয়েছেপরে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকিন্তুলঙ্কান সংবাদমাধ্যমে এখনো ঘোর লেগে আছে বাংলাদেশের এশিয়া কাপ সাফল্যেরসাফল্যের রহস্য নিয়ে প্রশ্ন উঠলরহস্য কিছু নেইগত এক-দুই বছরে ছেলেরাঅনেক পরিশ্রম করছেমাঠে গিয়ে নিজেদের প্রমাণ করার প্রয়োজন ছিল, নিজেদেরকাজটা ঠিকঠাক করার প্রয়োজন ছিলএশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরাসেটাই করেছিবেশ কজন তরুণ দলে এসেই দারুণ পারফর্ম করেছেআশা করি, এই ধারাধরে রাখতে পারব’—জবাব দিয়েছেন মুশফিক
টেস্টে অবশ্য বাংলাদেশ এগোচ্ছেশম্বুকগতিতেশ্রীলঙ্কাতেও বাংলাদেশের পক্ষে বাজি ধরার লোক খুব একটা পাওয়াযাবে নাতবে তারুণ্যের ভরসায় লড়াই চান মুশফিক, ‘টেস্টে আমাদের প্রতিটিসেশন ভালো করতে হবে এবং সেটা ধরে রাখতে হবেসর্বশেষ সিরিজে ওয়েস্টইন্ডিজের বিপক্ষে কিছু কিছু সেশন আমরা দারুণ খেলেছি, কিন্তু শেষটা ভালোকরতে পারিনিতবে তরুণেরা ভালো করছেওরা যদি পারফর্ম করতে পারে, আশা করিটেস্ট সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে
গতকালই কলম্বো থেকে মাতারাপৌঁছেছে বাংলাদেশ দলআগামীকাল সেখানেই তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুরুশ্রীলঙ্কা উদীয়মান একাদশের বিপক্ষেওয়েবসাইট

 

২ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন