২ মার্চ, ২০১৩,
পানি ছাড়া বেশি দিন বাঁচে কোন প্রাণী? ভাবছেন উট? না, উত্তরটা হলো এক প্রজাতির ইঁদুর!
১৮৩০ সাল পর্যন্ত কেচাপ বিক্রি হতো ওষুধ হিসেবে।
মানুষের হাতের রেখা যেমন আলাদা আলাদা, তেমনি আলাদা প্রতিটি মানুষের জিহ্বার রেখাও।
লেওনার্দো দ্য ভিঞ্চি এক হাতে লিখতে পারতেন, একই সময়ে অন্য হাত দিয়ে আঁকতেন ছবি! আক্ষরিক অর্থেই সব্যসাচী।
টাইপরাইটারে লেখা প্রথম উপন্যাসের নাম টম সয়্যার। লেখক মার্ক টোয়েন।
শামুকতিন বছর কিছু না খেয়ে কেবল ঘুমিয়ে কাটাতে পারে।