গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জে সহিংসতায় নিহত ৩

0
173
Print Friendly, PDF & Email

ঢাকা: জামায়াত-শিবিরের সহিংসতায় শুক্রবার গাইবান্ধায় এক পুলিশ সদস্যসহ ২ জন ও চাঁপাইনবাবগঞ্জে একজন জামায়াত কর্মী নিহত হয়েছেন।

গাইবান্ধা: শুক্রবার সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত ও আ’লীগের সংঘর্ষে নুরুন্নবী নামে এক রিকশাচালক নিহত হন।

এছাড়াও সুন্দরগঞ্জে বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবিরের হামলায় সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য তোজাম্মেল হোসেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

গাইবান্ধার পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকাল ১১টার দিকে শাহবাজপুর এলাকায় জামায়াত-শিবির ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে আব্দুর রহিম নামে জামায়াতের এক সমর্থক নিহত হন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারজিল হাসান বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের আগে ও পরে সারা দেশে সহিংসতায় দলটির নেতাকর্মীসহ অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুলিশের ৩ সদস্য, যুবলীগের ৩ কর্মী এবং একজন প্রকৌশলীও রয়েছেন। এর মধ্যে শুধু গাইবান্ধায় চার পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

মার্চ ০১, ২০১৩

শেয়ার করুন