কুষ্টিয়া: উগ্রবাদী জামায়াত-শিবিরকে শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, “উগ্রবাদী জামায়াত-শিবির দেশব্যাপী সশস্ত্র তাণ্ডব চালিয়েছে। এটা মোকাবিলা করতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। যা দুঃখজনক। তবে প্রশাসন এদের শক্তহাতে দমন করবে, সুতরাং জনগণের এ নিয়ে আতংকিত হওয়ার কোনো কারণ নেই।”
‘বৃহস্পতিবারের ঘটনা একাত্তরের গণহত্যার চেয়েও ভয়াবহ।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করা হলে- মন্ত্রী বলেন, “এ বক্তব্যের মাধ্যমে একাত্তরে পাকিস্তানি আর্মি ও রাজাকার আলবদররা যে পৃথিবী কাঁপানো গণহত্যা করেছিল, নারী নির্যাতন করেছিল সেটিকে খাটো করা হলো। এ বক্তব্যের মধ্যে দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ দিলো মহান স্বাধীনতার সঙ্গে তাদের কোনো সর্ম্পক নেই।”
পরে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
এসময় কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র শামীম-উল ইসলাম ছানা, উপজেলা কৃষি অফিসার হাসানুজ্জামানসহ সরকারি কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
০১, ২০১৩