বিনোদন ডেস্ক: শাহরুখখানের পর এবার রণবীর কাপুরের সঙ্গে সাপে-নেউলে সম্পর্কে জড়াতে যাচ্ছেনবলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান। সম্প্রতি এক খবরে এমনটিইজানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রণবীর অভিনীত ‘বেশরম’ ছবির সঙ্গে সালমান তাঁর ‘মেন্টাল’ ছবিটি মুক্তিদেওয়ার পরিকল্পনা করেছেন। সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গেইদানীং রণবীরের ঘনিষ্ঠতার খবর বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাওকরে প্রচারিত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিলেন তিনি।সূত্রটি আরওজানিয়েছে, এর আগে ২০০৮ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল সালমানের ‘গড তুসিগ্রেট হো’ এবং রণবীরের ‘বাঁচনা অ্যায় হাসিনো’। রণবীরের ছবিটি প্রায় ৬৩কোটি রুপি আয় করলেও ‘গড তুসি গ্রেট হো’র বক্স অফিস আয়ের পরিমাণ ছিল মাত্রসাড়ে ১৮ কোটি রুপি। সেবার রণবীরের কাছে হেরে যাওয়ার কষ্ট এখনো ভুলতেপারেননি সালমান। আর তাই এবার একই সময়ে ছবি মুক্তি দিয়ে রণবীরের ওপরপ্রতিশোধ নিতে চান তিনি।
আসলে, এক ঢিলে দুই পাখি মারার জন্যই এমনপরিকল্পনা করেছেন ‘দাবাং’ তারকা সালমান। তিনি শুধু রণবীরই নয়, ‘বেশরম’ ছবির পরিচালক অভিনব কশ্যপের ওপরও প্রতিশোধ নিতে চান। ‘দাবাং’ ছবির ব্যাপকসাফল্যের পর ‘দাবাং ২’ ছবিটিও পরিচালনা করার কথা ছিল অভিনব কশ্যপের। কিন্তুছবির প্রযোজক আরবাজ খানের সঙ্গে মতানৈক্যের কারণে শেষ মুহূর্তে পিঠটান দেনঅভিনব। পরে ওই ছবির পরিচালকের আসনে বসেন সালমানের ভাই আরবাজ।
১ মার্চ/নিউজরুম