ডেস্ক রিপোর্ট: আগামী ২৭মার্চ মিরপুর-বনানী ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার সকালে ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে যোগাযোগমন্ত্রী ওবায়দুলকাদের এ কথা জানান।এই ফ্লাইওভার নির্মাণে যানযট কমবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।রকল্পপরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আবু সাঈদ মো. মাসুদ জানান, হাতিরঝিলপ্রকল্পের কারণে মগবাজার এবং রামপুরায় যে যানজটের সৃষ্টি হচ্ছে তা কমিয়েআনার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে মগবাজার-মালিবাগ হয়ে যে ফ্লাইওভারটিনির্মাণ করা হবে তা হাতিরঝিলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার আছে।
১ মার্চ/নিউজরুম