বিনোদন ডেস্ক: হলিউডেরডাকসাইটে অ্যাকশন তারকা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ডশোয়ার্জেনেগারের সঙ্গে মারিয়া শ্রিভারের ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতিঘটেছে ২০১১ সালে। বিচ্ছেদের পর সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ পুরোপুরিবিচ্ছিন্ন না করলেও, সম্প্রতি ৩৮ বছর বয়সী এক স্বর্ণকেশীর সঙ্গে অভিসারেমেতেছেন ‘দ্য টারমিনেটর’খ্যাত বর্ষীয়ান এ অভিনেতা।
ইদানীংফিজিওথেরাপিস্ট হিদার মিলিগান এবং আর্নল্ডকে ঘন ঘন একসঙ্গে ঘুরে বেড়াতেদেখা যাচ্ছে। সর্বশেষ একটি নৈশভোজে একসঙ্গে দেখা গেছে নতুন এ জুটিকে।সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ‘দ্য নিউইয়র্ক ডেইলি নিউজ’।
এপ্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি নৈশভোজে হিদার ও আর্নল্ডকেদেখে প্রেমিক যুগল বলেই মনে হয়েছে। তাঁরা সেখানে বেশ সহজ-স্বাভাবিকভাবেমিশেছেন। খাবার টেবিলে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন। ভোজ শেষে আর্নল্ডেরগাড়িতে করে চলে যেতে দেখা যায় এই জুটিকে।১৯৮৬ সালে সাবেক মার্কিনপ্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ও সাংবাদিক-লেখক মারিয়া শ্রিভারকেবিয়ে করেছিলেন আর্নল্ড। তাঁদের ঘরে আসে চার সন্তান ক্যাথরিন, ক্রিস্টিনা, প্যাট্রিক ও ক্রিস্টোফার। পরে গৃহপরিচারিকা মিলড্রেড বায়েনা এবং আর্নল্ডেরবিবাহবহির্ভূত সন্তান যোশেফের খবর ফাঁস হয়ে গেলে ২০১১ সালে দাম্পত্যেরইতি টানেন মারিয়া। যোশেফের বয়স এখন ১৫ বছর।
যোশেফের খবর ফাঁসহওয়ার পর বারবার নিজের ভুল স্বীকার করে মারিয়াকে মানাতে চেয়েছিলেনআর্নল্ড। তবে বর্তমানে সেই ভুল নিয়ে আর খুব বেশি মাথা ঘামাচ্ছেন না বলেইজানিয়েছেন আর্নল্ড। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমার জীবনে এখন পর্যন্ত কমচড়াই-উতরাই আসেনি। কিন্তু কখনোই আমি ভেঙে পড়িনি। ভুল শুধরে আবার নতুন করেজীবন শুরু করেছি।’
আর্নল্ড আরও বলেন, ‘সবসময় জীবনকে উপভোগ করারচেষ্টা করেছি আমি। আমার চমত্কার চারজন সন্তান আছে। আসলে চারজন নয়, পাঁচজন।তাঁরা প্রত্যেকেই আমার জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে এবং এখনো দিচ্ছে।জীবন নিয়ে আমার ভেতর কোনো রকম দুঃখবোধ নেই। বিচ্ছেদ হয়ে গেলেও, মারিয়ারসঙ্গে এখনো আমার যোগাযোগ আছে। প্রায়ই ফোনে আমাদের কথা হয়। বন্ধুত্বপূর্ণসম্পর্ক বজায় রেখে ছেলে-মেয়দেরকে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
১ মার্চ/নিউজরুম