ছড়িতেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি

0
200
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি: বয়স্কদেরহাঁটার সঙ্গী ছড়িতেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তিজাপানের প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সু বয়স্কদের উপযোগী স্মার্ট প্রযুক্তি ছড়ি তৈরিকরেছে
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ছড়ির সঙ্গে স্যাট-ন্যাভ বাস্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি যুক্ত করছে ফুজিত্সুপ্রতিষ্ঠানটিরকর্মকর্তারা ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ডকংগ্রেসে এ প্রযুক্তি ছড়ি প্রদর্শন করেছিল
ফুজিত্সুর কর্তৃপক্ষেরভাষ্য, প্রযুক্তি সমৃদ্ধ হাঁটার সঙ্গীটি হবে পরবর্তী প্রজন্মের একটি ছড়িএতে রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস ব্যবহারের সুবিধাছবির ওপরের অংশেরয়েছে এলইডি ডিসপ্লেবয়স্কদের চলার পথে ছড়িটি সঙ্গে থাকলে পথ হারানোরআশঙ্কা থাকবে নাভুল পথে হাঁটলে ছড়িটি ভাইব্রেশন মোডে চলে যাবে বা কাঁপতেথাকবে এবং সঠিক পথের দিকে চিহ্ন দেখাবেছড়িটি হূদস্পন্দন ও শরীরেরতাপমাত্রা পরীক্ষা করতে থাকবেচলার পথে বিপদে পড়লে এ ছড়িটি ব্যবহার করেইমেইল করা যাবে বা আগে থেকেই ঠিক করে রাখা ঠিকানায় ই-মেইল পৌঁছে যাবে
ফুজিত্সুরকর্মকর্তারা জানিয়েছে, পরবর্তী প্রজন্মের এ ছড়িটি বয়স্কদের জন্য বিশেষভাবেতৈরি করা হলেও শৌখিন যেকেউ এটা ব্যবহার করতে পারবেন
কবে নাগাদপ্রযুক্তিনির্ভর ছড়ি বাজারে আসবে আর দাম কত হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নিপ্রতিষ্ঠানটি

 

 

 

১ মার্চ/নিউজরুম

 

শেয়ার করুন