সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের পৌনে ৮ শ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ হাসান বাদী হয়ে হরতালে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশ-র্যাবের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।
জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আব্দুল লতিফসহ পৌনে ৮ শ’ নেতাকর্মীকে আসামি করা হয়।
এদিকে, সদর উপজেলার চন্ডিদাসগাঁতীতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ-র্যাবের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’শিবির কর্মী নিহত হওয়ার পর জামায়াত-শিবিরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলে পুলিশি গ্রেফতারের ভয়ে অনেকেই পালিয়ে রয়েছেন।
মার্চ ০১,২০১৩