গাজীপুর: বৃহস্পতিবারের তাণ্ডবে গাজীপুর ও টঙ্গীতে প্রায় পাঁচশতাধিক জামায়াত-শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহব্বত কবির গাজীপুরে দায়ের করা মামলা এবং বেলা ১২টায় টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গাজীপুরে ১৯ জন শনাক্ত আসামির মধ্যে সদর উপজেলা জামায়াতের আমির ও তার ভাই রয়েছেন।
অন্যদিকে টঙ্গীতে দায়ের করা মামলায় শনাক্ত ২০ জন আসামির মধ্যে আটক করা হয়েছে ২ জনকে।
এদিকে আশরাফুজ্জামান মামলায় ১৯ জনকে শনাক্ত করেছেন দাবি করেছেন। এর মধ্যে আটক গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমির হুসেন আলী (৩৫) ও তার ভাই রওশন আলী (৩২) রয়েছেন। আটক বাকি ৪ জনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গতঃ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত জেলা শহরে জামায়াত-শিবিরের মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনায় টঙ্গী, বড়বাড়ি ও গাজীপুর সদরের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
০১ ,২০১৩