সাতক্ষীরা: সাতক্ষীরা শহর ও আশাশুনি উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করছে প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে মাইকিং করে ১৪৪ ধারা জারি করা হয়।
শুক্রবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন। তবে, জেলা জুড়ে থমথমে অবস্থা ও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম আশাশুনি উপজেলা সদরে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।
আশাশুনিতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানিয়েছেন।
বৃহস্পতিবার সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ এবং শিবিরের হামলায় দু’জন ছাত্রলীগ নেতাসহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন।
মার্চ ০১,২০১৩