তাড়াশ ও রায়গঞ্জে ১৪৪ ধারা

0
200
Print Friendly, PDF & Email

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ  উপজেলার ৫টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন।

জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় তাড়াশ উপজেলা সদরের বাজার এলাকা, নওঁগা মাজার ও মহিষলুটি এবং রায়গঞ্জ পৌরসভা ও হাটিকুমরুল গোল চত্বরসহ ৫টি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বেলকুচি উপজেলা সদরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারি করা হলে মাত্র আধাঘন্টা পর তা প্রত্যাহার করা হয়।

 মার্চ ০১,২০১৩

শেয়ার করুন