সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার ৫টি স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন।
জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কায় তাড়াশ উপজেলা সদরের বাজার এলাকা, নওঁগা মাজার ও মহিষলুটি এবং রায়গঞ্জ পৌরসভা ও হাটিকুমরুল গোল চত্বরসহ ৫টি স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বেলকুচি উপজেলা সদরে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ১৪৪ ধারা জারি করা হলে মাত্র আধাঘন্টা পর তা প্রত্যাহার করা হয়।
মার্চ ০১,২০১৩