শিবগঞ্জে জামায়াত-আ’লীগ সংঘর্ষে নিহত ১,সাংবাদিকসহ আহত ১৫

0
198
Print Friendly, PDF & Email

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াত-শিবির ও আওয়ামী লীগের সংঘর্ষে রহিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার শাহবাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত রহিম জামায়াত সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন। রহিম উপজেলার ধোবড়া এলাকার বাসিন্দা। তবে প্রসাশনের কেউ নিহত হওয়ার খবর নিশ্চিত করতে পারেননি।

এদিকে, বৃহষ্পতিবারের সংঘর্ষের ঘটনায় চাঁপাইনবাবঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাটে ১৪৪ ধারা অব্যাহত হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশের ওপর হামলা,পুলিশের কাজে বাধা দেওয়া ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে ৩টি থানায় ৭ টি মামলা দায়ের হয়েছে। স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা  মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ৫ জামায়াত-শিবির সমর্থককে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ।    
 মার্চ ০১,২০১৩

শেয়ার করুন