ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

0
279
Print Friendly, PDF & Email

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া -সিলেট মহাসড়কে শুক্রবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রতিবাদে এলাকাবাসী ব্রাক্ষণবাড়িয়া-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলেন, সিএনজি অটোরিক্সা চালক এরশাদ মিয়া(৪০), যাত্রী সুভা মিয়া(৫২), ফায়েজ মিয়া (৪৫)। শুক্রবার সকাল সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানা উপ-পরিদর্শক (এসআই) আবদুর রশিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়া-সিলেট মহাসড়কের সুলতানপুর বাসস্টান্ডে একটি সিএনজি অটোরিক্সায় যাত্রী ওঠানামা করাচ্ছিল। এসময় আখাউড়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাস(ঢাকা জ-১৭৯) সিএনজি অটোরিক্সাটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা চালকসহ তিনজন নিহত হয়। আহত হয় মহিলাসহ তিনজন।
আহতরা হলেন, সুভা মিয়ার নাতী ফাহিম (৫) ও অজ্ঞাত এক মহিলাসহ দুইজন। নিহত ও আহতদের বাড়ি সুলতানপুর গ্রামে বলে জানা গেছে।
তিনি আরও বলেন, নিহতের খবর পেয়ে এলাকাবাসী-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে ও বাসটি ভাংচুর করে। এসময় চালক পালিয়ে যায়। 
 মার্চ ১, ২০১৩

শেয়ার করুন