রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রাকচাপায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।শুক্রবার ভোর রাত ৪টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,মো. নজরুল (২২), আল আমিন(২৪),সাইদুল (১৯) ও মো. শফিকুল মোল্লা(২২)। তাদের সবার বাড়িই রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নে।
আহল্লাদীপুর (গোয়ালন্দ মোড় ) হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান জানান, নিহতরা মোটর সাইকেলে দৌলতদিয়া থেকে পাংশার দিকে যাচ্ছিলেন।
এসময় ঢাকাগামী একটি ট্রাক তাদের খানখানাপুর ছোট ব্রিজের কাছে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল,আল আমিন ও সাইদুল নিহত হয়। গুরুতর আহতাবস্থায় শফিকুলকে ফরিদপুর মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মার্চ ০১,২০১৩