ডেস্ক রিপোর্ট: সরকার জনগণকে জিম্মি করে ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করছে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবারসকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধা গণপরিষদ আয়োজিত আওয়ামীদুশাসন ও বিপন্ন গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।তিনিবলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য সরকার বাংলাদেশের জনগণকে জিম্মি করে রাখছেসরকার, এটা মেনে নেওয়া যায় না। তারা আগুণ নিয়ে খেলছে, দেশকে সংঘাতের দিকেঠেলে দিচ্ছে।এ সময় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আহবান জানিয়ে বিএনপিমহাসচিব বলেন, দয়া করে আগুণ নিয়ে খেলবেন না, বাংলাদেশকে সংঘাতের দিকে ঠেলেদিবেন না, এর পরিণতি ভয়াবহ হবে।তিনি বলেন, সরকার ভিন্নমতকে সহ্য করতে পারে না বলেই, পাখির মতো মানুষ হত্যা করছে।ইসলামীকফাউন্ডেশনের মহাপরিচালকের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনি রাজনৈতিক হাতিয়ারহতে চান তাই শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট বন্ধ করে দেওয়ারকথা বলেছেন। সুতরাং আপনিও রাজনীতির উর্দ্ধে নন, রাজনীতিতে সম্পৃক্ত।তিনিবলেন, পথভ্রষ্ট কিছু ব্লগার ইসলাম ও আমাদের প্রীয় নবী মোহাম্মদ (স.) কেকটুক্তি করেছে, যা সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে। আর একটুক্তির বিরুদ্ধে তার পত্রিকায় লেখাই মাহমুদুর রহমানের অপরাধ।
ফখরুলবলেন, মাহমুদুর রহমানের উপর সরকারের নির্যাতনই প্রমাণ করে এ সরকারভিন্নমতকে সহ্য করতে পারে না, তারা সত্যকে ভয় পায়। কিন্তু নির্যাতন করেকোনো লাভ হবে না, বাংলাদেশ মানুষ দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম শুরু করেদিয়েছে।সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানেআরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির সভাপতি লে. জে. (অব.) ইব্রাহিমবীরপ্রতিক, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অর্থনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গলপ্রমুখ।
১ মার্চ/নিউজরুম