স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ারক্রিকেটাররা ভারত সফরে আসার পরপরই হায়দরাবাদে জোড়া বোমা হামলা ঘটেছিল। এইহায়দরাবাদেই সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে বলে স্বাভাবিকভাবেই তখনকিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন সফরকারী ক্রিকেটাররা। তবে এখন ওই শহরেরনিরাপত্তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে মাইকেল ক্লার্ক বাহিনী।
অস্ট্রেলিয়ারক্রিকেটাররা যে হোটেলে আছেন, সেখান থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিকস্টেডিয়াম পর্যন্ত পুরো রাস্তায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।প্রায় দুই হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে এই রাস্তায়। স্টেডিয়ামেরআশপাশে এক হাজার ৪০০ পুলিশ সতর্ক প্রহরায় আছেন। এই নিরাপত্তাব্যবস্থা দেখেসন্তুষ্টি প্রকাশ করে অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছেন, ‘এখানে যেরকম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে আমি পুরোপুরি নিরাপদ বোধ করছি।আমার মনে হয়, কর্তৃপক্ষ এই রাস্তায় কাউকেই আসতে দিতে রাজি নয়। কিন্তু এককোটি মানুষের এই হায়দরাবাদ শহরে সেটা প্রায় অসম্ভব ব্যাপার।’
এখননিরাপত্তার আশঙ্কা ঝেড়ে ফেলে ক্রিকেটেই মন দিতে চাইছেন ওয়ার্নার। তিনিবলেছেন, ‘আমরা এখানে ক্রিকেট খেলতে এসেছি। এটাই আমাদের কাজ। আর এখন এটাতেইআমাদের মন দিতে হবে।’
আগামীকাল শনিবার হায়দরাবাদে শুরু হবে সিরিজেরদ্বিতীয় টেস্ট। এই ম্যাচ সামনে রেখে শহরের বিভিন্ন স্থানে ৬০টির বেশি সিসিক্যামেরা বসানো হয়েছে। স্টেডিয়ামে মোবাইল ফোন, ব্যাগ, ব্যানার ও ক্যামেরানেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া।
১ মার্চ/নিউজরুম