ডেস্ক রিপোর্ট: নায়েবেআমীর দেলোয়ার হোসেন সাঈদীর রায়ে সারাদেশে সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ইসলামী৯ দল ও শীর্ষ ওলামাদের নতুন সংগঠন ঈমান ও দেশরক্ষা আন্দোলন পূর্ব ঘোষিতআজকের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে।শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অন্যদিকে শীর্ষ আলেমদের অনেকে মনে করেন, জামায়াত ধর্মের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।ঈমানও দেশরক্ষা আন্দোলনের আহবায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, এই শুক্রবারআমাদের কর্মসূচি ছিল, কিন্তু বৃহস্পতিবার সাঈদীর মামলার রায় হবার কারণেবিশৃঙ্খলতা এড়াতে তা পরিবর্তন করে আমরা আমাদের কর্মসূচি আগামী ৮ মার্চশুক্রবার নিয়েছি। আমরা দেশের কল্যাণ ও মঙ্গল চাই।তিনি আরো বলেন, দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটে এমন কিছু আমরা চাই না।‘
তারা জানান, আদর্শগতভাবেই বাংলাদেশে জামায়াতের রাজনীতির বিরোধী দেশের শীর্ষ ওলামা মাশায়েখসহ অধিকাংশ ইসলামী দল।বিশিষ্টআলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, জামায়াত এবং তাদেরসাথে জড়িতরা সন্ত্রাসী কর্মকাণ্ডে সাথে ওতপ্রতভাবে জড়িত।সবাইমুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা প্রত্যক্ষ করেছে, মুক্তিযুদ্ধের সময় ধর্মেরও ইসলামের দোহাই দিয়ে তারা কত নৃসংশ ও নিষ্ঠুর কাজ করেছেন। ইদানিংও দেখাযাচ্ছে তারা জান মালের উপর হামলা করছে। যেটা দেখলেই বোঝা যায় এগুলোপেশাজীবী গুন্ডার কাজ করছে।
১ মার্চ/নিউজরুম