ডেস্ক রিপোর্ট: আগামীকালশনিবার ০২ মার্চ ২০১৩ সকাল ৮.৩০ টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত নয়াপল্টনস্থহোটেল ভিক্টোরীয়ায় এক কর্মশালার আয়োজন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ-দপ্তরসম্পাদক আব্দুল লতিফ জনি এক বিবৃতিতে বলেন, শনিবার সকাল সাড়ে ৯ টায়কর্মশালায় উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর।কর্মশালায় প্রশিক্ষণ দান করবেন, বিএনপিজাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপকড. মাহবুব উল্লাহ, বিএনপি’র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবংজাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুস্তাহিদুররহমান।
কর্মশালায় সভাপতিত্ব করবেন, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়কসম্পাদক কাজী আসাদুজ্জামান এবং কর্মশালা পরিচালনা করবেন বিএনপি’র ‘বিএনপিরাজনৈতিক কর্মশালা-৬’ অনুষ্ঠিত বিষয়ক সম্পাদক কবীর মুরাদ।উক্ত কর্মশালাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় রাজনৈতিক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আয়োজন করা হবে।জাতীয়তাবাদীস্বেচছাসেবক দলের ৭৫ জন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দকে (যাদেরকেইতোমধ্যেই প্রশিক্ষণ সংশ্লিষ্ট পত্র দেওয়া হয়েছে) প্রশিক্ষণ দান করা হবে।এসময় সমাপনি বক্তব্য রাখবেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আর এগনি।
১ মার্চ/নিউজরুম