ডেস্ক রিপোর্ট: ঢাকাআইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের সভাপতি হয়েছেনকাজী মো. নজীবুল এবং বিএনপি সমর্থিত নীল দলেন সাধারণ সম্পাদক মো. খোরশেদআলম।শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ নির্বাচনে মোট ২৫টি পদের মধ্যে ১০টির ফলাফল ঘোষণা করা। এতে আওয়ামী সমর্থিত ৬টি পদ আর বিএনপি সমর্থিত ৪টিপদে জয়ী হওয়ার খবর পাওয়া যায়।
সাধারণত এ আইনজীবী বারের নির্বাচন দেশের অন্যান্য আইনজীবী বারের নির্বাচনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে থাকে।উল্লেখ্য, ২০১৩/২০১৪ সালের ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়।
১ মার্চ/নিউজরুম